গেমস, এক্সটেন্ডেড রিয়েলিটি (এক্সআর) এবং নন-ফাঞ্জিবল টোকেন (এনএফটি) নিয়ে সোমবার (২৮ মার্চ) সেমিনার করলো বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। বেসিস অডিটরিয়ামে বিকেলে অনুষ্ঠিত ‘স্টেট অব গেমিং অ্যান্ড মেটাভার্স ইন্ডাস্ট্রি অব বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিবিগ বিডি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সানজার আদনান আলম। উপস্থাপনায় গেমিং এবং মেটাভার্স ক্ষেত্রে সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে কথা বলেন তিনি। এছাড়াও শিল্পী, ডেভেলোপার এবং উদ্যোক্তাদের জন্য এই সেক্টরে কাজের সুযোগ সম্পর্কে কথা বলেন এবং দিকনির্দেশনা দেন সানজার আদনান।
গেমস, এক্সআর এবং এনএফটি বিষয়ক স্থায়ী কমিটি তত্ত্বাবধায়নে সেমিনারে এ খাতের বিশেষজ্ঞরা সম্পর্কিত তাদের জ্ঞান, সাফল্যের গল্প এবং কেস স্টাডি শ্রোতা-দের সাথে তুলে ধরেন।
সেমিনারে মোবাইল গেম ইন্ডাস্ট্রির ৮০ বিলিয়ন ডলারের বারে উল্কা গেমস এবং থান্ডার গেমস তাদের সাফল্যের পিছনের গল্প তুলে ধরেন। অ্যাঙ্গুলার ই-স্পোর্টস লিমিটেড গেমসের উপর তাদের কেস স্টাডি উপস্থাপন করেন। বেসিস পরিচালক এবং ড্রিমার্জ ল্যাব লিমিটেড এক্সআর প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন এবং বিডিটাস্ক লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক শামছ মোহাম্মদ তারেক এনএফটি-এর উপর কেস স্টাডি উপস্থাপন করেন।
এছাড়াও সভাপতির বক্তব্যে যারা গেমস ডেভেলপমেন্ট, এক্সআর এবং এনএফটি -এ তাদের ক্যারিয়ার প্রতিষ্ঠা করতে আগ্রহী তাদের জন্যে এই সেমিনার খুব-ই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন গেমস, এক্সআর এবং এনএফটি বিষয়ক স্থায়ী কমিটি চেয়ারম্যান এরশাদুল হক। তিনি আরও বলেন, কমিটি এ বছর আরও বৃহত্তর পরিসরে আরও অনুষ্ঠানের আয়োজনের পরিকল্পনা করছে।
সেমিনার পরিচালনা করেন এম আসিফ রহমান। বেসিস সচিবালয়ের পক্ষে দায়িত্বপ্রাপ্ত সদস্য-সচিব হিসেবে উপস্থিত ছিলেন তৌফিক এলাহী প্লাবন।
সেমিনারে বেসিস এর সংশ্লিষ্ট স্থায়ী কমিটির সদস্যদের পাশাপাশি উল্লেখযোগ্য বেসিস সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষাথীগণ সহশরীরে উপস্থিত ছিলেন এবং অনলাইনেও যুক্ত ছিলেন। সেমিনারে অংশগ্রহণকারীদের মধ্যে বিশ্ববাজারে এবং বাংলাদেশে গেমিং-এক্সআর ক্ষেত্রের বর্তমান অগ্রগতি সম্পর্কে তুলে ধরা হয়।