রাশিয়ার সাইবার নিরাপত্তা সংস্থা ক্যাসপারস্কি ল্যাবসকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ হিসেবে আখ্যা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ফেডারেশ কমিউনিকেশনস কমিশন (এফসিসি) তাদের বাণিজ্যিক ‘কাভারড লিস্ট’-এ ক্যাসপারস্কিকে যুক্ত করেছে। এরফলে যুক্তরাষ্ট্রে একপ্রকার নিষিদ্ধ হলো ক্যাসপারস্কি। খবর এনগ্যাজেট।
এর আগে এই তালিকায় ছিলো চীর হুয়াওয়ে এবং জেডটিই-এর মতো প্রযুক্তি জায়ান্ট কোম্পানিগুলো। ক্যাসপারস্কির পাশাপাশি চায়না মোবাইল ইন্টারন্যাশনাল ইউএসএ এবং চায়না টেলিকম (আমেরিকা) নামক আরও দুটি কোম্পানিকে এই তালিকায় যুক্ত করা হয়েছে। এসব কোম্পানি থেকে সেবা গ্রহণ করলে আমেরিকার কোনো ভর্তুকি বা প্রণোদনা পাবেনা দেশটির কোম্পানিগুলো।
এফসিসি কমিশনার ব্রেন্ডন কার এক বিবৃতিতে বলেন, “আমি সন্তুষ্ট যে আমাদের জাতীয় নিরাপত্তা সংস্থাগুলো আমার মূল্যায়নের সাথে সম্মত হয়েছে। আমাদের মনে হচ্ছে ক্যাসপারস্কি ল্যাবসের নেটওয়ার্কগুলোও গুপ্তচরবৃত্তিতে জড়িত। তাই একে বাদের তালিকায় দেওয়া হয়েছে। এটা করার ফলে আমেরিকা চীন ও রাশিয়ার রাষ্ট্র-সমর্থিত সংস্থাগুলোর সৃষ্ট হুমকি থেকে সুরক্ষিত থাকবে”।
এফসিসির এই সিদ্ধান্তে হতাশা ব্যক্ত করেছে ক্যাসপারস্কি। একটি প্রযুক্তিগত মূল্যায়ন নয়, বরং রাজনৈতিক মূল্যায়নে করা হয়েছে বলে মনে করছে রাশিয়ার সংস্থাটি।
ডিবিটেক/বিএমটি