আগামীকাল থেকে টানা তিন দিনের ছুটিতে যাচ্ছে দেশ। ফলে রাজধানী জুড়ে জ্যামে নাকাল অধিবাসী। এর মধ্যেই ব্যতিক্রমী পরিবেশে শহরের কেন্দ্রস্থল খামার বাড়ির কৃষিবিদ ইন্সটিটিউশন কনভেনশন হলে চলছে তথ্যপ্রযুক্তি খাতের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) ২০২২-২৪ মেয়াদকালের কার্যনির্বাহী কমিটি ও শাখা কমিটি নির্বাচন।
বুধবার সকাল দশটার কিছুক্ষণ পরে শুরু হয় স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট গ্রহণ প্রক্রিয়া। তবে এর আগেই নয়টায় এজেন্ট ও নির্বাচন গ্রহণ ব্যক্তিদের পাশাপাশি ভোটারদের উপস্থিতিও লক্ষ্য করা যায় ভোট প্রাঙ্গনে। ছিলো নির্বাচন কমিশনের মোবাইল ভীতির কড়াকড়িও।
ভোট শুরুর আগে সবাইকে স্বচ্ছতা ও নিয়মের মধ্যে ভোট গ্রহণে সংশ্লিষ্টদের সহযোগিতা প্রত্যাশা করে বক্তব্য দেন নির্বাচন বোর্ডে চেয়ারম্যান সিপ্রোকো কম্পিউটার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাফকাত হায়দার। এসময় তার সঙ্গে আছেন দি কম্পিউটার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার আতিক-ই-রব্বানী এবং ওরা-টেক কনসাল্টিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ কবীর আহমেদ।
বিসিএস কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ৭ পরিচালক পদে মোট ১৪ জন প্রার্থী রয়েছেন। সমমনা ও মেম্বার ভয়েস- দুইটি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা। বিসিএস শাখা কমিটির নির্বাচনে বরিশালে ১৪ জন, খুলনায় ১৪ জন, যশোরে ১৩ জন এবং সিলেটে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও চট্টগ্রাম, ময়মনসিংহ, রাজশাহী এবং কুমিল্লাতে ৭ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেন।
কমিশন সচিবালয় সূত্র বলছে, নির্বাচনে মোট ১৪৩৪ জন ভোটারের সর্বোচ্চ ভোট পড়বে। সবার মধ্যেই দারুণ উৎসাহ ও উদ্দীপনা রয়েছে। বিকেল ৫টা পর্যন্ত টানা ভোট গ্রহণ শেখে সন্ধ্যা ৭টায় ঘোষণা করা হবে ফল।
ফল নিয়ে কোনো আপত্তি থাকলে তা গ্রহণ করতে কেন্দ্রে উপস্থিত থাকবেন ডিজিটাল সার্ভিসেস লিমিটেডের চেয়ারম্যান মোজাম্মেল হকের নেতৃত্বে নির্বাচন আপিল বোর্ডে সদস্য কম্পিউটার সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মমলুক সাবির আহমেদ ও ট্রেসার ইলেকট্রোকম এর প্রধান প্রধান কার্যনির্বাহী আবুল কালাম আজাদ।