নির্ভরযোগ্য ফাঁসকারী ইভান ব্লাস স্যামসাংয়ের একটি টিজার ছবি প্রকাশ করেছেন। সেখানে দেখা যাচ্ছে, আগামী ১৭ মার্চ গ্যালাক্সি এ সিরিজের নতুন একাধিক ফোন উন্মোচিত হতে যাচ্ছে। খবর জিএসএম এরিনা।
টিজারে আপকামিং স্মার্টফোনগুলোর নাম প্রকাশ করা হয়নি। তবে ইংরেজি ‘এ’ বর্ণটি একাধিক স্টাইলে দেখানো হয়েছে। তার মধ্যে একটি পানিরোধী বলে প্রতীয়মান হচ্ছে।
গতবছর একই তারিখে স্যামসাং তাদের গ্যালাক্সি এ৫২, গ্যালাক্সি এস৫২ ফাইভজি এবং গ্যালাক্সি এ৭২ উন্মোচন করেছিলো। তাই ধারণা করা যেতে পারে এবছর গ্যালাক্সি এ৫৩ এবং গ্যালাক্সি এ৭৩ সিরিজের ফোন উন্মোচিত হতে পারে।
স্যামসাংয়ের পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তবে এক/দু’দিনের মধ্যে ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ডিবিটেক/বিএমটি