প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় চুক্তির আওতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতেই ২০১৭ সালে ইসরায়েল থেকে ফোনে নজরদারি প্রযুক্তি পেগাসাস কিনেছিল ভারত সরকার। এই স্পাইওয়্যারের সাহায্যে বিরোধী দলের নেতাদের ফোনে আড়ি পাতার অভিযোগ উঠেছে মোদি সরকারের বিরুদ্ধে।
শনিবার ‘দ্য ব্যাটল ফর দ্য ওয়ার্ল্ডস মোস্ট পাওয়ারফুল সাইবার উইপেন’ প্রতিবেদনে এ তথ্য দিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস।
প্রতিবেদনে দাবি করা হয়, এনএসও নামের এক ইজরায়েলি সংস্থা বিশ্বের বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার কাছে পেগাসাস স্পাইওয়্যার বিক্রি করে । ২০১৭ সালে নরেন্দ্র মোদির ইসরায়েল সফরকালে ভারত ও ইসরায়েলের মধ্যে ২০০ কোটি ডলারের একটি প্রতিরক্ষা চুক্তি হয়। সেই চুক্তিতে প্রতিরক্ষা সরঞ্জামের পাশাপাশি পেগাসাসেরও নাম ছিল।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, ওই চুক্তি স্বাক্ষরের কয়েক মাস পর নেতানিয়াহু ভারতে সফরে যান। ইসরায়েলি প্রধানমন্ত্রীর এই ভারত সফর রীতিমতো বিরল ঘটনা। এই ঘটনার পর ২০১৯ সালের জুনে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিলে ফিলিস্তিনের একটি মানবাধিকার সংস্থাকে পর্যবেক্ষকের মর্যাদা দেওয়ার প্রস্তাবে ইসরায়েলের সঙ্গে সুর মিলিয়ে বিরোধিতা করে ভারত।
এ বিষয়ে ভারতের বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী সরকারের সমালোচান করে টুইটারে লিখেছেন, ‘মোদি সরকার পেগাসাস কিনেছিল দেশের নেতাদের এবং জনসাধারণের উপর গুপ্তচরবৃত্তি করার উদ্দেশ্যে। তাদের ফোনে আড়িপাতা হয়েছে। বিরোধী দলও আদালতকে নিশানা করেছে ক্ষমতাসীন দল। এটা দেশদ্রোহ। মোদি সরকার দেশদ্রোহিতা করেছে।’