ডিবি পুলিশের ‘ভুয়া পরিচয়ে’ নানা অপকর্মের খবরের মধ্যে আসল-নকল শনাক্তের পথ বাতলাতে প্রযুক্তির শরণাপন্ন হয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। প্রকৃত গোয়েন্দা পুলিশের পোশাকে যুক্ত করা হচ্ছে কিউআর কোড। এরইমধ্যে অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন কুইক রেসপন্স কোড সম্বলিত জ্যাকেট প্রস্তুতের কাজও শুরু হয়েছে।
মহানগর গোয়েন্দা পুলিশ প্রধান একেএম হাফিজ আক্তার জানিয়েছেন, তাদের সদস্যদের জ্যাকেটে কুইক রেসপন্স কোড বা কিউআর কোড যুক্ত করা হবে। শিগগিরই ডিবির সব সদস্যকে আলাদা কোড যুক্ত জ্যাকেট দেওয়া হবে।
চলতি মাসের শেষে অথবা ফেব্রুয়ারির শুরুতে বিশেষ এ পোশাক ডিবি সদস্যদের সরবরাহ করা হতে পারে। নতুন পোশাকের বুকের ওপরেই থাকবে কিউআর কোড। মোবাইল অ্যাপ দিয়ে কোনো সদস্যের জ্যাকেটের এই কিউআর কোড স্ক্যান করলেই তার পরিচয় দেখা যাবে। আর যদি ভুয়া কেউ ডিবির পোশাকের কোড বসায়, সেটা স্ক্যান করলে ‘ইনভ্যালিড কিউআর কোড’ বার্তা দেখা যাবে।
মূলত গোয়েন্দা পুলিশের সদস্যরা তাদের সাধারণ পোশাকের ওপর একটি হাতাকাটা জ্যাকেট পরেন। সেটার সামনের দিকে ডানে বুকের ওপর ইংরেজিতে ‘ডিবি’ লেখা থাকে। বাঁয়ে থাকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লোগো। পেছনে ইংরেজিতে ‘ডিবি ডিএমপি’লেখা থাকে।
পুলিশের এই কর্মকর্তা আরো জানিয়েছেন, পোশাকে এক ধরনের বিশেষ রং থাকবে, যার বিচ্ছুরণ থেকে আসল-নকল পুলিশের পার্থক্য ধরা যাবে। এমনকি বিশেষ ধরনের কাপড় দিয়ে এ পোশাক তৈরি করা হচ্ছে, যেন এটি বাজারে পাওয়া না যায়।