নতুন গাইড লাইন অনুযায়ী ইন্টারনেট সেবাদাতাদের লাইসেন্স কনভার্সন করতে নির্দেশনা দিয়েছিলো নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। তবে বেধে দেয়া সময়ের সাড়ে তিন মাস পেড়িয়ে গেলেও এখনো ওই নির্দেশনা প্রতিপালন করেনি প্রায় সাড়ে ৩০০ আইএসপি প্রতিষ্ঠান।
দ্রুত তম সময়ের মধ্যে কনভার্সন আবেদন করতে গত ১৩ নভেম্বর প্রতিষ্ঠানগুলো বরাবর এ নিয়ে একটি তাগাদা পত্রও দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগের পরিচালক মোঃ নূরুন্নবী সক্ষারিত ওই নির্দেশনা থেকে জানা যায়, নতুন গাইডলাইন জারীর প্রায় ৮ মাস অতিক্রান্ত হওয়ার পরও বেশিরভাগ প্রতিষ্ঠানই এই কনভার্সন আবেদন করেনি। চিঠিতে ২৫ সেপ্টেম্বর সময় বেধে দিয়ে ওই সময়ের মধ্যে কনভার্সনের নির্দেশনা দিয়ে কনভার্সন না করা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার কথাও বলা হয়েছে।
অবশ্য আইএসপিএবি’র অনুরোধের পরিপ্রেক্ষিতে সেই আইনানুগ ব্যবস্থা গ্রহণে কিছুটা সময় নিচ্ছে বিটিআরসির লাইসেন্সিং বিভাগ। তবে লাইসেন্স মেয়াদ থাকলেও কনভার্সন করা না হলে আগামী সপ্তাহের পর প্রতিষ্ঠানগুলোকে আর ছাড় দেয়া হবে না।
সূত্রটি বলছে,নতুন নীতিমালা অনুযায়ী লাইসেন্স কনভার্সন না করা এসব প্রতিষ্ঠানের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হবে। অনলাইন ও অফলাইন দুই মাধ্যমেই লাইসেন্স কনভার্সনের আবেদন করতে হবে।
সূত্রমতে, এসব প্রতিষ্ঠানের প্রায় সবগুলোই প্রত্যন্ত অঞ্চলের এবং আইএসপিএবি সদস্য নয়। আর আবেদন করতে আইএসপিএবি’র সদস্য পদ বাধ্যতামূলক থাকায় এক দিনের মধ্যে এই প্রক্রিয়া সম্পাদনের সুযোগ সৃষ্টি করা হয়েছে বলে জানিয়েছেন আইএসপিএবি সভাপতি ইমদাদুল হক।