করোনার তোপের মুখে দীর্ঘদিন পর বেচা-কেনায় বাড়তি ঢেউ দিয়ে শনিবার রাতে শেষ হলো তিন দিনের স্মার্টফোন ও ট্যাব মেলা। এবারের মেলায় মোবাইলের পাশাপাশি ট্যাবের প্রতি অভিভাবকদের আগ্রহ ছিলো চোখে পড়ার মতো। মেলা প্রাঙ্গনে টেলিটকের প্যাভিলিয়নে ভিআর চশমায় ৫জি গতিতে গেম খেলতেও মেতেছিলেন অনেক দর্শনার্থী।
স্মার্টফোন উৎপাদক প্রতিষ্ঠান অপো বাংলাদেশ সাকিব আল হাসানকে পণ্যদূত করে মেলার মধ্যভাগে রীতিমতো ব্লকবাস্টারে রূপান্তর করে মেলায়। এ দিনেই নিজেদের ৫জি ফোনের সঙ্গে দর্শনার্থীদের পরিচয় করিয়ে দিয়ে বাজিমাৎ করে প্রতিষ্ঠানটি। তারকা মেহজাবিনকে দিয়ে স্পার্ক সিরিজের ফোন নিয়ে দর্শনার্থীদের নজর কাড়ার চেষ্টা করে টেকনো। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর মোস্তাফা জব্বারের হাত দিয়ে দেশে তৈরি ওয়ালপ্যাড এবং এবং একটি ৫জি ফোন অবমুক্ত হয় মেলার প্রথম দিনে।
শেষ দিন পর্যন্ত মেলার দুই দরজার এপার-ওপাড়ে ক্রেতা-দর্শনার্থী কাড়তে রিতি মতো হকারি ঢঙে হাঁক ডাক শুরু করে রিয়েলমি ও ভিভো। পাশেই মোবাইলের সঙ্গে অ্যাক্সেসরিজ দিয়ে দর্শনার্থীদের ভিড় তৈরি করে ওয়ান প্লাস।
নতুন ফোন, ট্যাব, স্মার্ট ওয়াচ, কম্বো দেশে তৈরি নানান মোবাইল পণ্য নিয়ে মেলার মধ্যভাবে রক্ষণশীল ভঙ্গীতেই বেচা কেনা করেছে ওয়ালটন।