আইনী প্রক্রিয়ার মাধ্যমে তৃতীয় পক্ষের পিএস৫ কনসোল কাভার নিষিদ্ধ করার পর, অবশেষে সনি তাদের নিজস্ব অফিশিয়াল পিএস৫ কালার কাভার বিক্রি শুরু করতে যাচ্ছে। ৫৫ ডলারের এই কাভারের বিক্রি আগামী মাসে শুরু হবে। খবর এনগ্যাজেট।
কন্ট্রোলারের সাথে মিল রেখে মোট পাঁচটি রঙে এই কাভার পাওয়া যাবে। গ্যালাক্সি-ইন্সপায়ারড থিমে নতুন তিনটি রঙ যুক্ত করা হয়েছে। রঙগুলো হলো মিডনাইট ব্ল্যাক, কসমিক রেড, নোভা পিঙ্ক, স্টারলাইট ব্লু এবং গ্যালাক্টিক পার্পল।
সনি জানিয়েছে, নতুন কাভার কেনার পর সহজেই এটি লাগাতে পারবেন ব্যবহারকারীরা। সাধারণভাবেই সাদা রঙের অরিজিনাল পিএস৫ কনসোল কাভারটি খুলে ফেলতে হবে। এরপর একই জায়গাতে নতুন কাভারটি লাগিয়ে দিলেই হবে।
নতুন পিএস৫ কনসোল কাভার পিএস৫ এর আল্ট্রা এইচডি ব্লু-রে ডিস্ক ড্রাইভ এবং পিএস৫ ডিজিটাল এডিশন উভয় সংস্করণের জন্য পাওয়া যাবে।
ডিবিটেক/বিএমটি