ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে বিজ্ঞানবিষয়ক বিভিন্ন বিভাগ-ইনস্টিটিউটে ভর্তির জন্য পরীক্ষায় অংশ নেওয়া ৯৪ হাজার ৫০৯ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ১৬৫ জন। সে হিসাবে পাসের হার ১০ দশমিক ৭৬। পাস করতে ব্যর্থ হয়েছেন ৮৯ দশমিক ২৪ শতাংশ পরীক্ষার্থী। যা গতবছরের তুলনায় ৩ শতাংশ কম।
বুধবার (৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে ভর্তি পরীক্ষার এ ফলাফল ঘোষণা করেন।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটে এবার প্রথম হয়েছেন বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের ছাত্র মেফতাউল আলম সিয়াম। তার মোট নম্বর ১১৭ দশমিক ৭৫ (মূল পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ৯৭ দশমিক ৭৫)। দ্বিতীয় হয়েছেন চট্টগ্রাম কলেজের ছাত্র আসিফ করিম। তাঁর মোট নম্বর ১১২ দশমিক ৭৫ (মূল পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ৯২ দশমিক ৭৫)। তৃতীয় হয়েছেন খুলনা পাবলিক কলেজের ছাত্র নিত্য আনন্দ বিশ্বাস। তাঁর মোট নম্বর ১১১ দশমিক ৯৫ (মূল পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ৯১ দশমিক ৯৫)।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেও ফলাফল প্রকাশ করা হয়েছে। এ ছাড়াও যারা ইন্টারনেট সুবিধায় যুক্ত নন তারা রবি, এয়ারটেল, বাংলালিংক বা টেলিটক নম্বর থেকে ‘DU KA Roll No’ ফরম্যাটে ১৬৩২১ নম্বরে এসএমএস পাঠিয়েও ফলাফল জানতে পারছেন।
এদিকে ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ সব শিক্ষার্থীকে আগামী ৯ নভেম্বর বেলা ৩টা থেকে ২১ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয় পছন্দক্রম ফরম পূরণ করতে হবে। কোটায় আবেদনকারীদের ৪ থেকে ১২ নভেম্বর পর্যন্ত সংশ্লিষ্ট কোটার ফরম জীববিজ্ঞান অনুষদের ডিন কার্যালয় থেকে সংগ্রহ করতে হবে। তা যথাযথভাবে পূরণ করে ওই সময়ের মধ্যে ডিন কার্যালয়ে জমা দিতে হবে।