আগামী ৫ অক্টোবর উইন্ডোজ ১১ এর উন্মোচনের সাথে সাথে আপগ্রেড হচ্ছে মাইক্রোসফটের সফটওয়্যার শ্যুট। এর মধ্যে থাকছে অফিস হোম ও স্টুডেন্ট ২০২১ এবং অফিস হোম ও বিজনেস ২০২১। খবর এনগ্যাজেট।
অফিস হোম ও স্টুডেন্ট ২০২১ সংস্করণে থাকছে ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, ওয়াননোট এবং মাইক্রোসফট টিমস। আর এই সফটওয়্যারটি কিনতে খরচ পড়বে ১৫০ ডলার। এছাড়া অফিস হোম ও বিজনেসের তালিকায় যুক্ত থাকছে আউটলুক সেবা। আর অ্যাপগুলো বাণিজ্যিক কাজে ব্যবহারের অনুমতি থাকছে। কিনতে খরচ হবে ২৫০ ডলার।
এবছরের সংস্করণে মাইক্রোসফট ৩৬৫ সাবস্ক্রিপশন সেবার বেশকিছু বাড়তি টুলস যুক্ত হচ্ছে অফিস প্রোগ্রামে। এসব টুলসের মধ্যে কোলাবোরেশন ফিচার যেমন কো-অথরিং এবং যখন ফাইল এডিট হবে তবে স্বয়ংক্রিয়ভাবে আপডেট পাঠানোর সক্ষমতা ইত্যাদি। অনেক অ্যাপই নতুনরূপে দেখা যাবে। থাকছে গোলাকার উইন্ডো কর্নার এবং নিউট্রাল কালার প্যালেট। আর এই আপডেটগুলো উইন্ডোজ ১০ ব্যবহারকারীরাও উপভোগ করতে পারবেন।
মাইক্রোসফট ৩৬৫ এবং অফিস বান্ডেলে কোম্পানির ভিডিও-চ্যাট অ্যাপ টিমস যুক্ত হচ্ছে। উইন্ডোজ ১১ এ ইতিমধ্যেই টিমস যুক্ত হয়েছে।
ডিবিটেক/বিএমটি