পরিবর্তিত বিশ্বে মানুষের সহযোগি হিসেবে কাজ করবে রোবট। আর এই রোবট দ্বারা সব ধরনের নোংরা এবং বিপজ্জনক কাজ করানো উচিত বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তিপ্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
২৭ সেপ্টেম্বর, ভার্চুয়ালি আয়োজিত “৪র্থ বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ২০২১” এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী তার বক্তব্যে আগামী বছর বড় পরিসরে রোবট অলিম্পিয়াড এবং রোবটিক্স মেলা করারও আশাব্যক্ত করেন।
প্রাথমিক পর্যায়ের পাঠ্যক্রমে আগামী জানুয়ারি থেকে কোডিংকে যুক্ত করা হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
তিনি বলেন, ‘প্রাথমিক পর্যায়ের পাঠ্যক্রমে কোডিং এবং প্রবলেম সলভিং যে স্কিল সেট সেই বিষয়ে আমরা পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করেছি। যাতে করে আমরা একটি ইনোভেটিভ নেশন, স্মার্ট নেশন গড়ে তুলতে পাড়ি। তার জন্য প্রাথমিক পর্যায়েও কোডিংকে ২২ জানুয়ারি থেকে আমরা ইন্ট্রোডিউস করতে পারবো।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক ড.এ এস এম মাকসুদ কামাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু।
৪র্থ বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ২০২১” এর সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক ড. মো: আব্দুল মান্নান।
৪র্থ বাংলাদেশ রোবট অলিম্পিয়াডে জয়ী হলেন যারা
রোবটিক কুইজের জুনিয়র গ্রুপে ব্রোঞ্জ মেডেল জিতেছে ভেলাতাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সফিউজ্জামান বর্ষন, সিলভার মেডেল জিতেছে হাড়িমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তওসীন ইলাহি, গোল্ড মেডেল জিতেছে ডিপিএস এসটিএস স্কুলের শিক্ষার্থী ফয়েজ সিদ্দিকি।
চ্যালেঞ্জ গ্রুপ থেকে ব্রোঞ্জ মেডেল জিতেছে আব্দুল খালেক মকসুদা হাইস্কুলের শিক্ষার্থী রাইসুল আলম রাতুল এবং ঢাকা কলেজের শিক্ষার্থী মুহাম্মদ আবরার জাওয়াদ, সিলভার মেডেল জিতেছে দনিয়া কলেজের শিক্ষার্থী আতিকুর রহমান, গোল্ড মেডেল জিতেছে নটর ডেম কলেজের শিক্ষার্থী আশরাফুজ্জামান ফুয়াদ।
রোবটিক্স কুইক কুইজে জুনিয়র গ্রুপে ব্রোঞ্জ মেডেল জিতেছে ভিকারুননিসার শিক্ষার্থী প্রতীভা সরকার ও সাফিনা নাফসি, সিলভার মেডেল জিতেছে বরিশাল জিলা স্কুলের শিক্ষার্থী সামিন মুসতাকিম এবং ফরিদপুরের পুলিশ লাইনস হাইস্কুলের শিক্ষার্থী আফনাফ সাদিক আল সায়েম।
চ্যালেঞ্জ গ্রুপে ব্রোঞ্জ মেডেল জিতেছে সামিট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নিয়ামুল মোর্শেদ নিয়ন এবং খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ফাহিমুজ্জামান। সিলভার মেডেল পেয়েছে মাস্টারমাইন্ড ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থী ফাহিম মোর্শেদ রাতুল এবং রাইয়ান হক। গোল্ড মেডেল জিতেছে সিলেট সরকারি কলেজের শিক্ষার্থী মাজেদুল ইসলাম নাইম, সিলেট সরকারি টেকনিকাল স্কুল অ্যান্ড কলেজের তানজিম আহমেদ এবং দনিয়া কলেজের আতিকুর রহমান।
বরোবট গ্যাদারিং ক্যাটাগরিতে চ্যালেঞ্জ গ্রুপে ওনারেবল মেনশন পেয়েছে ভাঙ্গুরা জরিনা রহিম গার্লস হাই স্কুলের শিক্ষার্থী সাদিয়া আঞ্জুম পুষ্প, ব্রোঞ্জ মেডেল পেয়েছে ছিলনিয়া ইউনিয়ন হাইস্কুলের শিক্ষার্থী নুরুল ইসলাম।
রোবট ইন মুভি ক্যাটাগরিতে জুনিয়র গ্রুপে ব্রোঞ্জ মেডেল পেয়ছে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের শিক্ষার্থী মিসবাহ উদ্দিন, উইলিয়াম ক্যারি অ্যাকাডেমির শিক্ষার্থী জাইমা জাহিন। চ্যালেঞ্জ গ্রুপে ব্রোঞ্জ মেডেল জিতেছে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থী রাগীব ইয়াসার রহমান, ধানমন্ডি গভমেন্ট বয়েস হাইস্কুলের শিক্ষার্থী আরেফিন আনোয়ার। সিলভার মেডেল জিতেছে সানবিমস স্কুলের শিক্ষার্থী সাশিতাত যাইনাহ রহমান, চিটাগং গ্রামার স্কুলের শিক্ষার্থী কুয়াজি মোস্তাহিদ। গোল্ড মেডেল জিতেছে নালোন্দা হাইস্কুলের শিক্ষার্থী মির উমাইমা হক এবং প্রোপা হালদার।
ক্রিয়েটিভ ক্যাটাগরিতে জুনিয়র গ্রুপে ব্রোঞ্জ মেডেল জিতেছে নেভি অ্যানকরেজ স্কুল অ্যান্ড কলেজ মাহরুজ মোহাম্মদ আয়মন, সিলভার মেডেল জিতেছে আগাখান স্কুলের শিক্ষার্থী জারিয়া মুসরাত। গোল্ড মেডেল চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের মিসবাহ উদ্দিন ইনান এবং উইলিয়াম ক্যারি অ্যাকাডেমি জাইমা জাহিন।
চ্যালেঞ্জ গ্রুপে ব্রোঞ্জ মেডেল জিতেছে আগাখান স্কুলের জাহরা মেহজারীন পুর্বালি এবং আগাখান স্কুলের শিক্ষার্থী জাইবা মেহজাবীন। সিলভার মেডেল জিতেছে চিটাগং গ্রামার স্কুলের শিক্ষার্থী তাফস্যার তাহরিম, জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলের অ্যান্ড কলেজের রাফিহাথ সালেহ এবং মির্জাপুর ক্যাডেট কলেজের শিক্ষার্থী মাহির তাজওয়ার চৌধুরী। গোল্ড মেডেল জিতেছে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থী রাগীব ইয়াসার রহমান এবং ধানমন্ডি গভমেন্ট বয়েস হাই স্কুলের শিক্ষার্থী আরেফিন আনোয়ার।