আর মাত্র কয়েক ঘন্টা পর বিশ্বের অন্তত ৩০টি দেশে নতুন আইফোন ১৩ আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু হবে। এখনই চুলচেরা বিশ্লেষণ শুরু করেছেন আগ্রহীরা। এরই মধ্যে প্রকাশ পেয়েছে আইফোন চার্জিংয়ের সময় সম্পর্কিত তথ্য।
জিএসএম এরিনা তাদের নিজস্ব পরীক্ষার ফলাফলে জানিয়েছে, আইফোন ১৩ প্রো ম্যাক্স মডেলটি শূণ্য থেকে ফুল চার্জ হতে সময় নিয়েছে প্রায় ৮৬ মিনিট। ব্যাটারিটি ৪৩৭৩ এমএএইচ ক্ষমতাসম্পন্ন। এটি সর্বোচ্চ ২৭ ওয়াট পিডি চার্জিং সমর্থন করে।
ভ্যানিলা আইফোন ১৩ মডেলটিতে ২০ ওয়াট এবং ৩০ ওয়াটের চার্জার দিয়ে চার্জিং পরীক্ষা করা হয়। এটি সর্বোচ্চ ২১ ওয়াট পর্যন্ত উঠতে পারে। উভয় চার্জারের ক্ষেত্রে ফোনটি পরিপূর্ণ চার্জ হতে প্রায় ৮৯ মিনিট সময় লেগেছে। এই মডেলটিতে ব্যবহার করা হয়েছে ৩২৪০ এমএএইচ ব্যাটারি।
পরিশেষে আইফোন ১৩ মিনি মডেলটির চার্জিং পরীক্ষা করা হয়। এটি সবোচ্চ ১৫ ওয়াট চার্জিং প্রযুক্তিতে ৮৭ মিনিটে ফুল চার্জ হয়। আইফোন ১৩ মিনিতে ২৪৩৮ এমএএইচ ব্যাটারি ব্যবহৃত হয়েছে।
ডিবিটেক/বিএমটি