অনেকটা চুপিসারেই সম্প্রতি চ্যাট হিস্টোরি ব্যাকআপে এন্ড-টু-এন্ড এনক্রিপশনের পরীক্ষা শুরু করে হোয়াটসঅ্যাপ। এবার ফিচারটিকে আনুষ্ঠানিকভাবে চালু করা হলো। ফেসবুকের মালিকানাধীন কোম্পানিটি জানিয়েছে, এখন থেকে সকল ব্যবহারকারী চ্যাট হিস্টোরি ব্যাকআপকে এনক্রিপ্ট করতে পারবেন। খবর এনগ্যাজেট।
২০১৬ সাল থেকেই হোয়াটসঅ্যাপ মেসেজের নিরাপত্তায় এনক্রিপশন প্রযুক্তি রয়েছে। তবে আইক্লাউড বা গুগল ড্রাইভে ব্যাকআপের ক্ষেত্রে এতোদিন এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুবিধা ছিলো না।
নতুন এই আপডেটের ফলে ব্যবহারকারীরা তাদের ক্লাউড স্টোরেজে ব্যাকআপ নেয়ার আগে এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুবিধা চালু করে নিতে পারবেন। আগামী সপ্তাহ থেকেই এই সুবিধা পেতে শুরু করবেন ব্যবহারকারীরা।
এক ব্লগপোস্টে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, যখন এন্ড-টু-এন্ড এনক্রিপশন চালু করা হবে তখন হোয়াটসঅ্যাপ কিংবা ব্যাকআপ সার্ভিস সেবাদাতা প্রতিষ্ঠান এই ব্যাকআপে অ্যাক্সেস নিতে পারবে না। ব্যবহারকারীরা ৬৪-ডিজিট কী অথবা পাসওয়ার্ড অপশন দিয়ে এনক্রিপশন করতে পারবেন।
ডিবিটেক/বিএমটি