একাধিক নতুন ফিচার চালুর পরিকল্পনা করেছে মাইক্রোব্লগিং সাইট টুইটার। এর মধ্যে পুরনো টুইট লুকানো, ফলোয়ারকে ব্লক না করে শুধু রিমুভ করে দেওয়ার ফিচার আসছে।
ব্লুমবার্গ জানিয়েছে, সোশ্যাল প্রাইভেসি স্যুট হিসেবে নতুন ফিচারগুলো নিয়ে আসছে টুইটার। এর মাধ্যমে ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও উপভোগ্য ও নিজের নিয়ন্ত্রণে থাকবে বলে মনে করা হচ্ছে।
টুইটারের এক জরিপে দেখা গেছে, টুইটার ব্যবহারকারীদের একটি বড় অংশ তাদের অ্যাকাউন্ট পাবলিক নাকি প্রাইভেট সেটি জানেন না। চলতি মাস থেকেই ব্যবহারকারীরা নিজেরাই সেটি জানতে পারবেন।
ফিচারগুলো এখনই পরিকল্পনা পর্যায়ে রয়েছে। ঠিক কবে নাগাদ এগুলো চালু হতে পারে জানা যায়নি। তবে চলতি মাসেই ফলোয়ারদের ব্লক না করে রিমুভ করে দেওয়ার ফিচারটি চালু হতে পারে। এছাড়া চলতি বছরের শেষ নাগাদ পুরনো টুইট লুকিয়ে ফেলার সুযোগ তৈরি হতে পারে।
ডিবিটেক/বিএমটি