আবারও স্থগিত হয়ে গেলো নাসা ও স্পেসএক্সের মধ্যে ২৯০ কোটি ডলারের লুনার ল্যান্ডার তৈরির চুক্তি। স্পেসএক্সকে দেয়া চুক্তির বিরোধীরা করে সম্প্রতি অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও সদ্য বিদায়ী প্রধান নির্বাহী কর্মকর্তা জেফ বেজোস মামলা করে বসেন। এরই পরিপ্রেক্ষিতে চুক্তিটি স্থগিত করেছে নাসা।
নাসা ও স্পেসএক্সের মধ্যে চুক্তি স্থগিত করার জন্য আদালতের কাছে আবেদন করেছিলো বেজোসের মালিকানাধীন প্রতিষ্ঠান ব্লু অরিজিন। আগামী এক নভেম্বরের মধ্যে এই মামলার সব কাজ গুটিয়ে আনতে হবে এই শর্তে স্বেচ্ছায় চুক্তির কার্যক্রম স্থগিত রাখতে রাজি হয়েছে নাসা।
এর আগেও যুক্তরাষ্ট্রের বিধানিক শাখা গভর্নমেন্ট অ্যাকাউন্টিবিলিটি অফিস (জিএও)-তে ব্লু অরিজিনের অভিযোগের ফলে নাসার নতুন চন্দ্রযান নির্মাণ চুক্তি স্থগিত ছিলো ৯৫ দিন। নতুন মামলা লড়তে আগামী ১৪ অক্টোবর মুখোমুখি হবেন দুই পক্ষের আইনজীবীরা। আর আদালতকে পুরো ঘটনার বিস্তারিত জানাতে স্পেসএক্সও বিচার প্রক্রিয়ায় অংশ নিচ্ছে বলে জানা গেছে।
নাসার কর্মকর্তারা মামলার খুঁটিনাটি বিষয়গুলো বিবেচনা করে দেখতে এবং সময় মতো সমাধানের পৌঁছানোর লক্ষ্য নিয়ে বিচার বিভাগের সঙ্গে কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন নাসার একজন মুখপাত্র।
ডিবিটেক/বিএমটি