জাপানের ক্রিপ্টোকারেন্সিং এক্সচেঞ্জ প্রতিষ্ঠান ‘লিকুইড’ হ্যাকিংয়ের শিকার হয়েছে। আর এতে ৯৭ মিলিয়ন ডলার সমমানের ক্রিপ্টোকারেন্সি চুরি করে নিয়েছে হ্যাকাররা। খবর এনগ্যাজেট।
বেশ কয়েকটি ডিজিটাল ওয়ালেট ক্ষতিগ্রস্থ হয়েছে জানিয়ে হ্যাকিংয়ের ঘটনাটি নিশ্চিত করেছে লিকুইড। এক টুইটে প্রতিষ্ঠানটি বলেছে, আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, #লিকুইডগ্লোবাল ওয়ার্ম ওয়ালেট ক্ষতিগ্রস্থ হয়েছে, আমরা আমাদের সম্পদ কোল্ড ওয়ালেটে সরিয়ে নিচ্ছি”।
ব্যবহারকারীরা যাতে তাদের ক্রিপ্টোকারেন্সি সহজে অ্যাক্সেস করতে পারেন সেটি মাথায় রেখে অনলাইনভিত্তিক ‘ওয়ার্ম’ ওয়ালেটগুলো তৈরি করা হয়। অন্যদিকে অফলাইনে থাকে ‘কোল্ড ওয়ালেট’। স্বাভাবিকভাবে ওয়ার্ম ওয়ালেটের চেয়ে ‘কোল্ড ওয়ালেট’ আক্রমণ করা তুলনামূলক কঠিন।
চুরি হওয়া ক্রিপ্টো টোকেনের উপর নজর রাখা হচ্ছে। একইসাথে ক্রিপ্টোকারেন্সি লেনদেনের অন্যান্য সাইটের সঙ্গে যোগাযোগ করে ওই টোকেনগুলোর লেনদেন বন্ধ করে পুনরুদ্ধারের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে লিকুইড।
চলতি মাসেই ক্রিপ্টোকারেন্সি হ্যাকিংয়ের দ্বিতীয় ঘটনা এটি। এই মাসের প্রথমদিকে ক্রিপ্টোকারেন্সি লেনেদেনের সাইট পলি নেটওয়ার্কে হামলা করে প্রায় ৬০ কোটি ডলারের ক্রিপ্টোকারেন্সি টোকেন চুরি করেছিলো হ্যাকাররা।
উল্লেখ্য, ২০১৪ সালে লিকুইডের যাত্রা শুরু হয়। বর্তমানে শতাধিক দেশে কয়েক লাখ ব্যবহারকারীকে ক্রিপ্টোকারেন্সি লেনদেনের সেবা দেয় সাইটটি।
ডিবিটেক/বিএমটি