যেসকল শিক্ষার্থী বিদেশে পড়াশোনা করছিলেন, কিন্তু করোনা মহামারি কারণে বাংলাদেশে থাকতে হচ্ছে,তাদের টিকা গ্রহণের নিবন্ধন সম্পর্কিত আবেদন নিতে শুরু করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ইমেইলের পাশাপাশি বাধ্যতামূলকভাবে এই অ্যাড্রেসে গিয়ে গুগল ফর্ম পূরণ করে আবেদন করতে পরিপত্র জারি করা হয়েছে ।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চাহিদার পরিপ্রেক্ষিতে ১৬ আগস্ট জারিকৃত পরিপত্রের মাধ্যমে শিক্ষার্থীদের আবেদন গ্রহণ ১৭ আগস্ট থেকে আবার শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়। যা ২৬ আগস্ট বিকাল ৫টা পর্যন্ত চলবে।
সংশ্লিষ্ট শিক্ষার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র (পাসপোর্ট, ভিসা-প্রযোজ্য ক্ষেত্রে), বৈদেশিক শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তির কনফারমেশন ডকুমেন্ট, ছাত্রত্ব প্রমাণের সনদ, স্টুডেন্ট আইডি) স্ক্যান করে পিডিএফ বা জিপ ফাইল করে [email protected] ইমেইলে পাঠানোর অনুরোধ জানানো হয়।