করোনাভাইরাস মহামারির লকডাউনে গতবছর উৎপাদনে যে ক্ষতি হয়েছে তা পুরোপুরি পুষিয়ে নিচ্ছে টেসলা। কোম্পানিটি একের পর এক রেকর্ড ভাঙার ঘোষণা দিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গত সোমবার দ্বিতীয় প্রান্তিকের আয়ের হিসাবের সময় নতুন ও উল্লেখজনক রেকর্ড গড়ার ঘোষণা দিয়েছে কোম্পানিটি। খবর এনগ্যাজেট।
চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে টেসলা শুধুমাত্র দুই লাখ গাড়ি তৈরি ও সরবরাহ করেছে এমনটি নয়, একইসাথে কোম্পানিটি আগের বছরের তুলনায় ১৫২ শতাংশ প্রবৃদ্ধি ঘটিয়েছে। একই সময়ে কোম্পানিটির এক দশমিক এক বিলিয়ন ডলার নিট আয় হয়েছে।
গত বছরের তুলনায় দ্বিতীয় প্রান্তিকে সামগ্রিক রাজস্ব বেড়েছে ৯৮ শতাংশ। দ্বিতীয় প্রান্তিকে টেসলা অতিরিক্ত ৮৫ মেগাওয়াট ক্ষমতার সোলার সক্ষমতা তৈরি করেছে, যা আগের বছরের তুলনায় ২১৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। তৈরি করা হয়েছে প্রায় এক হাজার সুপারচার্জিং স্টেশন।
চলতি বছরে অন্যান্য ইলেকট্রিক ভেহিকল ব্র্যান্ডের জন্য কোম্পানির সুপারচার্জার নেটওয়ার্ক উন্মুক্ত করার পরিকল্পনার কথাও জানিয়েছে টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক।
ডিবিটেক/বিএমটি