মাইক্রোসফট তাদের প্রতি কর্মীকে দেড় হাজার ডলার মহামারি বোনাস উপহার দিচ্ছে। অভ্যন্তরীণ একটি মেমোতে সফটওয়্যার জায়ান্টটি এই এককালীন বোনাসের ঘোষণা দিয়েছে। খবর দ্য ভার্জ।
ইউনিক ও চ্যালেঞ্জি সময়ে কর্মীদের অবদানের স্বীকৃতি হিসেবে এই বোনাস দিচ্ছে বলে জানিয়েছে মাইক্রোসফট। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের সকল যোগ্য কর্মীই এই বোনাস পাবেন। শুধুমাত্র কর্পোরেট ভাইস প্রেসিডেন্ট থেকে উপর পর্যায়ের নির্বাহীরা এই বোনাস পাবেন না।
বর্তানে বিশ্বব্যাপী মাইক্রোসফটের এক লাখ ৭৫ হাজার ৫০৮ জন কর্মী রয়েছে। তবে লিংকডইন, গিটহাব এবং জেনিম্যাক্স আলাদাভাবে পরিচালিত হওয়ায় এসব কোম্পানির কর্মীরা এই বোনাস পাবেন না। ফলে প্রায় ২০০ মিলিয়ন ডলার বোনাস দিতে যাচ্ছে মাইক্রোসফট, যা কোম্পানিটি দুই দিনেরও কম সময়ে লাভ করে থাকে।
ডিবিটেক/বিএমটি