নতুন কৌশলের অংশ হিসেবে নিজেদের কিছু মোবাইল গেম বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিলিকন ভ্যালির প্রাচীনতম প্রতিষ্ঠান আটারি। ফ্রি-টু-প্লে মোবাইল গেম থেকে মনোযোগ সরিয়ে এখন নজর দিতে যাচ্ছে পিসি এবং কনসোল টাইটেলে। বিক্রি করে দিতে যাচ্ছে রোলার কোস্টার টাইকুন স্টোরিজ, ক্রিস্টাল ক্যাসলস, ক্যাসলস অ্যান্ড ক্যাটাপুলটস, নিনজা গলফ এবং আটারি কমব্যাট: ট্যাংক ফিউরি এর মতো গেমগুলো।
আটারি বলছে, জুলাইয়ের ১ তারিখ তাদের পরিচালক পর্ষদ নতুন এই পরিকল্পনায় অনুমোদন দিয়েছেন। গোটা বিষয়টিতে মত দেওয়ার আগে আটারি গেমিং বিভাগের “সম্পদ এবং সম্ভাবনা”ও পর্যালোচনা করে দেখেছেন তারা।
এক মাসও হয়নি নিজেদের কনসোল আটারি ভিসি নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। যদিও নির্ধারিত সময়ের চেয়ে অনেক দেরিতে এসেছে কনসোলটি। এটি একই সঙ্গে রেট্রো গেইমিং যন্ত্র ও পিসি হিসেবে ব্যবহার করা যাবে। আটারি বলছে, দুইশ’ গেম ও ফ্র্যাঞ্চাইজির পোর্টফোলিও তৈরি করা হবে ভিসি ও অন্যান্য প্ল্যাটফর্মের জন্য।
ধারণা করা হচ্ছে, চলতি আর্থিক বছরেই আসবে নতুন গেম। ২০২২ সালের মার্চের ৩১ তারিখে শেষ হচ্ছে অর্থবছর।