সাইবার অপরাধীদের খুঁজে বের করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করবে রাশিয়া। সুইজারল্যান্ডে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলন শেষে নেয়া সিদ্ধান্ত বিষয়ে এই তথ্য জানিয়েছেন রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসের (এফএসবি) প্রধান।
মস্কোতে এক নিরাপত্তা সম্মেলনে এফএসবি প্রধান আলেকজান্ডার বোর্তনিকভকে উদ্ধৃত করে এই খবর দিয়েছে আরআইএ সংবাদ সংস্থা।
এখন সাইবার নিরাপত্তা নিয়ে পরামর্শের বিষয়ে ওয়াশিংটনের জবাবের অপেক্ষায় রয়েছে মস্কো। অপর এক জ্যেষ্ঠ্য রাশিয়ান কর্মকর্তার বরাত দিয়ে এই খবর দিয়েছে রাশিয়ান সংবাদ সংস্থা তাস।
এর আগে হ্যাকিং হামলার কিছু ক্ষেত্রে হ্যাকাররা সরাসরি রুশ সরকারের হয়ে বা রাশিয়ার ভূখণ্ডে থেকে কাজ করছে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। অবশ্য ক্রেমলিন বরাবরই এই হামলায় রাষ্ট্রের কোন জড়িত থাকার কথা অস্বীকার করেছে।