কয়েক বছর আগে শাওমি, অপো এবং ভিভো মিউচ্যুয়াল ট্রান্সফার অ্যালায়েন্স (এমটিএ) নামে একটি জোট গঠন করে। ওয়্যারলেস সংযোগের মাধ্যমে একাধিক ডিভাইসের মধ্যে প্রতি সেকেন্ডে ২০ মেগাবাইট ফাইল ট্রান্সফারে একটি স্টান্ডার্ড পদ্ধতি তৈরিতে এই জোট কাজ করে। কয়েক মাস বেটা সংস্করণ চালানোর পর ফিচারটি উন্মুক্ত করা হয়।
এরপর থেকে বিভিন্ন কোম্পানি এই জোটে অংশগ্রহণ করেছে। প্রতিষ্ঠাতা তিন কোম্পানি ছাড়াও এই জোটে রয়েছে ইতিমধ্যে ওয়ানপ্লাস, মিউজু, জেডটিই, ব্ল্যাক সার্ক এবং হাইসেন্স। এবার এই তালিকায় যুক্ত হয়েছে স্যামসাং।
স্যামসাংয়ের অংশগ্রহণ অবশ্যই এই জোটের জন্য বড় পাওয়া, কারণ এটি বিশ্বের অন্যতম বৃহৎ স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান। বিভিন্ন সময়ে শীর্ষ স্মার্টফোন নির্মাতার খেতাব দখল করে কোম্পানিটি। এছাড়া স্যামসাংয়ের নিজস্ব ওয়্যারলেস ট্রান্সফার ফিচার ‘কুইক শেয়ার’ রয়েছে, যেটি ২০২০ সালে অ্যান্ড্রয়েড বিমের বিকল্প হিসেবে উন্মুক্ত করা হয়। চলতি বছরে উইন্ডোজ ১০ এর জন্যও একটি অ্যাপ তৈরি করেছে স্যামসাং।
তবে এই জোটে অংশগ্রহণ করেছে বলে কুইক শেয়ার বন্ধ হয়ে যাবে এমনটি নয়। ধারণা করা হচ্ছে কুইক শেয়ারের পাশাপাশি গ্যালাক্সি ডিভাইসগুলো এমটিএ সিস্টেম সমর্থন করবে। যদিও এ বিষয়ে এখনও কোনো আপডেট প্রকাশ করেনি স্যামসাং।
সম্প্রতি গুগল ক্রোমওএসে নেয়ারবাই শেয়ার যুক্ত করা পরিকল্পনা করেছে। এছাড়া উইন্ডোজ ১০ এর ক্রোম ব্রাউজারের মাধ্যমেও ফিচারটি চালু হতে পারে।
ডিবিটেক/বিএমটি