জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে শুদ্ধাচার চর্চা শানিতকরণের লক্ষ্যে বুধবার এক কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালার প্রতিপাদ্য বিষয় ছিলো “সততার অনুশীলন, শুদ্ধ হোক মেধা ও মনন।”
এ কর্মশালায় প্রধান বক্তা হিসেবে দুর্নীতি দমন কমিশনের সচিব ড. মু: আনোয়ার হোসেন হাওলাদার বলেন, “অনেক মানুষ দুর্নীতি করে, কিন্তু চাকুরি শেষে হজ করে এসে, তাবলীগ করে মনে করে যে, আমি যা কিছু করেছি সবকিছু শুদ্ধ হয়ে গেছে। আল্লাহতালার হক নষ্ট করলে আল্লাহ মাফ করতে পারেন। কিন্তু দুর্নীতির মাধ্যমে বান্দার হক নষ্ট করলে আল্লাহ মাফ করবেন না।”
অনুষ্ঠানে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, “শুদ্ধাচার মুখে নয়, জীবনচর্চায় এর প্রতিফলন থাকতে হবে।
আজকাল বাবা মায়ের কারণে সন্তানরা দুর্নীতিগ্রস্ত হয়ে যাচ্ছে। আয়ের সাথে সঙ্গতি বিহীন বিলাসী জীবন সন্তানদের ধ্বংসের পথ উন্মুক্ত করছে। এ সন্তান যদি সিভিল সার্ভিসে আসে, তাহলে সে সীমিত বেতনে সন্তষ্ট থাকবে না, দুর্নীতির পথে পা বাড়াবে। সুতরাং পরিবারে মিতব্যয়ী জীবনের চর্চা করতে হবে।”
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শতাধিক কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।