চারদিকে যখন বন্ধের দাবি উঠেছে তখন ই-স্পোর্টসে দেশের পতাকা সমুন্নত রাখতে বৃহস্পতিবার থেকে পাবজি মোবাইল প্রো লিগ -পিএমপিএল’ নামে আন্তর্জাতিক টুর্নামেন্টে লড়াই করছে বাংলাদেশের দল- ‘১৯৫২’।
আগামী শনিবার পর্যন্ত চলবে এই ভার্চুয়াল লড়াই। মাতৃভাষার শক্তিতে বলীয়ান হয়ে এবার বিশ্বজয়ের স্বপ্ন দেখছে ছয় কিশোরের ১৯৫২ দল।
এই দলের প্রতিষ্ঠাতা কাজী আরাফাত হোসেন। টিম ম্যানেজার নাফিসের তত্বাবধানে টুর্নামেন্টে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে ১৯৫২ দলের প্রতিটি সদস্য। এরা হলেন- পাবজি জগতে ম্যাগনেট নামে পরিচিত রাদ্বওয়ান হোসাইন সায়েম, তাওফিক সিকদার, শার্প এক্স ওরফে রুদ্র মুখার্জী, সি মাইন নামে পরিচিত রেফটুল ইসলাম, ওয়ানশট ওরফে সায়েম শাহরিয়ার এবং এন্ট্রি নামে পরিচিত রাজিত আহমেদ খান।
দলটি কিছুদিন আগে অনুষ্ঠিত হয়ে যাওয়া বাংলাদেশি টুর্নামেন্ট পাবজি মোবাইল ক্যাম্পাস চ্যাম্পিয়নশীপ জয় করেছে। এই টুর্নামেন্টে এটি তাদের টানা দ্বিতীয় শিরোপা। টুর্নামেন্টটির প্রাইজমানি ছিলো ২৪ লাখ টাকা। দেশের বিভিন্ন স্থান থেকে মোট ১৯ হাজার ৫২০টি দল নিবন্ধন করেছিলো তাতে। কিন্তু সবাইকে পিছনে ফেলে শিরোপা অক্ষুন্ন রাখে ১৯৫২ দলটি।
দলটির এবারের স্বপ্ন চূড়ান্ত বিজয়ের। সন্ধ্যায় খেলা শুরুর আগে তাদের ভাষ্য ছিলো- সেরাদের মঞ্চে বাংলাদেশের পতাকার প্রতিনিধিত্ব করার অনুভূতিটা বলে বুঝানো যাবে না। সকলে আমাদের জন্য দোয়া করবেন যেনো আমরা দেশের জন্য গর্ব বয়ে আনতে পারি।