বিজ্ঞাপনের বেলায় বাজারে প্রভাবশালী অবস্থানে থাকার অন্যায়ভাবে সুবিধা নেয়ার দায়ে গুগলকে ২২ কোটি ইউরো জরিমানা করেছে ফ্রান্স। সোমবার এই জরিমানা করে প্রতিযোগিতা কর্তৃপক্ষ। তবে জরিমানা নিয়ে উচ্চবাচ্য না করে মঙ্গলবার জরিমানা পরিশোধের পাশাপাশি বিজ্ঞাপন নীতিমালা ঠিক করতে রাজি হয়েছে গুগল।
ফ্রান্সের প্রতিযোগিতা কর্তৃপক্ষের প্রধান ইসাবেল দ্য সিলভা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
অপরদিকে গুগল ফ্রান্সের লিগ্যাল ডিরেক্টর মারিয়া গোমরি এক বিবৃতিতে বলেছেন, আমরা কনটেন্ট এবং তথ্যের অবাধ প্রবাহকে সমর্থন করার ক্ষেত্রে বিজ্ঞাপন প্রযুক্তি যে ভূমিকা পালন করে তা স্বীকার করি এবং আমরা নিয়ন্ত্রকদের সাথে সহযোগিতামূলকভাবে কাজ করতে এবং নতুন পণ্য ও প্রযুক্তিতে বিনিয়োগ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা প্রকাশকদের আমাদের প্ল্যাটফর্মগুলি ব্যবহার করার সময় তাদের পছন্দ অনুযায়ী আরও ভাল ফলাফল দেবে।
অপরদিকে এক ব্লগ পোস্টে, কীভাবে প্রতিষ্ঠানটি নিজের ‘অ্যাড ম্যানেজার’ এবং তৃতীয় পক্ষের বিজ্ঞাপন সার্ভারের মধ্যে আন্তঃব্যবহার উন্নত করে প্রকাশকদের “বর্ধিত নমনীয়তা” দেওয়ার মাধ্যমে তার বিজ্ঞাপন নীতিমালা পরিবর্তনের পরিকল্পনা করেছে তার ব্যাখ্যা দিয়েছে গুগল।
এর আগে ২০১৯ সালে নিউজ কর্পোরেশন এবং ফরাসি সংবাদপত্র লা ফিগারোর অভিযোগের পর এ বিষয়ে তদন্ত করে দেশটির প্রতিযোগিতা কর্তৃপক্ষ।
তদন্তে উঠে এসেছে বিজ্ঞাপন সার্ভার এবং সেল-সাইড প্ল্যাটফর্ম- উভয় প্ল্যাটফর্মে প্রতিযোগীদের চেয়ে গুগল কীভাবে নিজস্ব পরিষেবার পক্ষে বিজ্ঞাপন সার্ভারগুলিতে তার প্রভাবশালী অবস্থানকে অন্যায়ভাবে কাজে লাগিয়েছে। এরপরই গুগলকে জরিমানা করে তারা।
এ বিষয়ে দেশটির প্রতিযোগিতা কর্তৃপক্ষের প্রধান ইসাবেল দ্য সিলভা বলেন, “গুগলের বিষয়ে এই সিদ্ধান্তটি তাৎপর্যপূর্ণ, কারণ, অনলাইন বিজ্ঞাপনের জন্য ব্যবহৃত জটিল অ্যালগরিদমিক প্রক্রিয়াগুলি বিবেচনায় নিয়ে এইটিই বিশ্বের মধ্যে প্রথম মামলা।”