ইন্টারন্যাশনাল গেটওয়ের (আইজিডব্লিউ) গাইডলাইনে পরিবর্তন এনেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি।
নতুন গাইডলাইন অনুযায়ী টিডিএম ইন্টারফেসের পাশাপাশি আইপি ইন্টারফেসের মাধ্যমে কল আদান প্রদান করতে পারবে আইজিডব্লিউ লাইসেন্সধারীরা।
১৯ মে, বিটিআরসির লিগ্যাল অ্যান্ড লাইসেন্স ডিভিশনের পরিচালক নুরন্নবি স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।
বিটিআরসি সূত্রে জানা গেছে, আগে শুধুমাত্র টিডিএমভিত্তিক কল করার প্রযুক্তি চালু ছিল। যা ব্যবহার করতো আইজিডব্লিউ এবং আইসিএক্স লাইসেন্সধারীরা। ফোরজি আসার কারণে বর্তমানে মোবাইলঅপারেটরগুলো তাদের নেটওয়ার্কে টিডিএমের পরিবর্তে আইপি দিয়ে কল পাঠাতে পারে। সেজন্য আইজিডব্লিউ বা আইসিএক্স লাইসেন্সধারীরাও যাতে বিষয়টি হ্যান্ডেল করতে পারে তাই এই পরিবর্তন।
একই সঙ্গে বৈশ্বিক প্রযুক্তির উন্নয়নের কারণে আইজিডব্লিউ বা আইসিএক্স অপারেটরদের যন্ত্রাংশ ব্যবহারে এসেছে পরিবর্তন। আগে ব্যবহার হতো টিডিএম যন্ত্রপাতি, যা এখন তৈরি করা বন্ধ হয়ে গেছে। বর্তমানে আইপিভিত্তিক যন্ত্রপাতি তৈরি হচ্ছে। ফলে যন্ত্রাংশ স্বল্পতায় ভুগতে হচ্ছে ইন্টারন্যাশনাল গেটওয়ে অপারেটরদের। ফলে সময়ের সঙ্গে খাপ খাইয়ে নিতে এই সিদ্ধান্ত নিতে হয়েছে সরকারকে।
এদিকে পরিবর্তিত গাইডলাইনে সিগনালিং বা প্রটোকল, কানেক্টিভিটি এবং স্পিস কোডিংয়েও পরিবর্তন নিয়ে আসা হয়েছে।