গত বছরের তুলনায় এবছর করোনা মহামারির প্রভাব কম নয়। তাই চলতি বছরেও শুধুমাত্র ডিজিটাল মাধ্যমে আয়োজিত হবে গেমসকম ২০২১। খবর এনগ্যাজেট।
এর আগে আয়োজকরা চলতি বছর ডিজিটাল ও সরাসরি উপস্থিতিতে আয়োজনটি করার পরিকল্পনা করেছিলো। যেখানে দর্শকরা বেশকিছু গেমস খেলার সুযোগ পাবেন বলেও জানানো হয়।
তবে, শেষ পর্যন্ত অংশীদার ও সম্ভাব্য অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সাথে আলোচনা করে গত বছরের ফরম্যাটেই এবারের আয়োজন সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে কোয়েলনমেসিস।
আগামী ২৫ আগস্ট থেকে তিনদিনব্যাপী এই আয়োজন শুরু হবে। সেই লক্ষে গেমসকমের নতুন অনলাইন হাব তৈরি করা হবে, যেখানে লাইভ স্ট্রিমিং, ট্রেইলার ও ডেভেলপারদের সাক্ষাতকার থাকবে।
ডিবিটেক/বিএমটি