দেশে ছেলেদের তুলনায় নারীরা পিছিয়ে নেই। নারীদের এই এগিয়ে চলার পেছনে ভূমিকা রেখেছে প্রযুক্তি। একই সঙ্গে উল্লেখযোগ্য অবদান রেখেছে সরকারের ডিজিটাল সেন্টারগুলো।
বৃহস্পতিবার ‘কিশোর ও যুব নারীদের ক্ষমতায়নে টেকনলজির অবদান’ শীর্ষক এক অনুষ্ঠানে অংশ নিয়ে নারী বক্তরা এসব তথ্য জানান।
নারীদের অন্ধকার থেকে আলোতে আসার অন্যতম হাতিয়ার প্রযুক্তি। প্রযুক্তি সম্পর্কে নারীদের রাখতে হবে ধারণা, শিক্ষা। অনুষ্ঠানে অংশ নিয়ে ইনোভেশন টু ইনক্লুশন বা আইটুআই প্রকল্পের যুব প্রতিনিধি মরফিয়া জাহান জানান।
অনুষ্ঠানে নিজের বিভিন্ন অভিজ্ঞতার কথা তুলে ধরে নাটোর ডিজিটাল সেন্টার নারী উদ্যোক্তা নীলা চৌধুরী জানান, দেশের বিভিন্ন স্থানে গড়ে ওঠা ডিজিটাল সেন্টারের মাধ্যমে নারীরা উপকৃত হচ্ছেন।
বর্তমান সমাজে নারী-পুরুষকে আলাদাভাবে দেখা না হলেও ভেদাভেদ এখনো রয়ে গেছে। এই ভেদাভেদ উঠে গেলে নারীরা সামনে এগিয়ে যাবে বলে মনে করেন গ্রামীণফোনের হেড অব স্টেট্রিজিক প্রজেক্টস এন্ড পার্টনারশিপ রাসনা হাসান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এবিসি রেডিও এর উপস্থাপক নিতুল।