ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে পেপ্যালকে দেশে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। একই সঙ্গে ই-কমার্সের উন্নয়নে জাতীয় টাস্কফোর্স গঠন করা হবে বলেও জানিয়েছেন তিনি।
আজ মঙ্গলবার ‘ডিজিটাল ইকোসিস্টেমের বিকাশ : ই-কমার্সের ভূমিকা’ শীর্ষক একটি ভার্চুয়াল গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে তিনি এসব তথ্য জানান।
তিনি বলেন, ‘আমাদের পেমেন্ট সিস্টেমে সমস্যা রয়েছে। আসলে বড় সমস্যার জায়গা আমাদের দেশে পেপ্যাল আসে না। আমি খুব চেষ্টা করছি কিভাবে পেপ্যালকে বাংলাদেশে আনতে পারি। ই-কমার্সের জন্য খুবই দরকারি পেপ্যাল, শুধু ই-কমার্স নয় ফ্রিল্যান্সারদেরও প্রয়োজন।’
ই-কমার্সের উন্নয়নে জাতীয় টাস্কফোর্স গঠনে বিষয়ে তিনি বলেন, ‘প্রযুক্তি সংগঠনগুলো সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে আলাদা আলাদা কাজ করছে। আমি মনে করি ই-কমার্সের জন্য জাতীয় টাস্কফোর্স গঠন করা উচিত। সেখানে সকল মন্ত্রণালয়ের প্রতিনিধি থাকা উচিত। ঈদের পর আমি প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সাথে কথা বলে ন্যাশনাল টাস্কফোর্স গঠনের উদ্যোগ নেবো। টাস্কফোর্সের মাধ্যমে ই-কমার্স উন্নয়নে যত রকম চ্যালেঞ্জ আছে সমন্বয় করে কাজ করা হবে।’
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পরিচালক ও দৈনিক কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন।
এফ কমার্স উন্নয়নে যুগান্তকারী প্রদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক, এমনটি জানিয়ে বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদির বলেন, ‘বাংলাদেশ ব্যাংক একটি নতুন উদ্যোগ নিয়েছে সেখানে গ্রাহক ব্যক্তিগত রিটেল অ্যাকাউন্ট করতে পারবেন কোন ধরনের ট্রেড লাইসেন্স ছাড়া। এর ফলে যে কোন ধরনের পেমেন্ট কাস্টমারের কাছ থেকে খরচ না নিয়েই ব্যাংকের মাধ্যমে তুলতে পারবেন। এতে দেশের ৩ লক্ষ এফ কমার্স উদ্যোক্তার ব্যবসা আরো ত্বরান্বিত হবে।’
লকডাউনের কারণে ই-কমার্স পেমেন্টে ডিজিটালি লেনদেন বেড়েছে জানিয়ে বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর বলেন, করোনার কারণে মানুষ নগদ অর্থ লেনদেন কমিয়ে দিয়েছে। আগে ই-কমার্সে ডিজিটালি লেনদেন হতো ১৫ শতাংশ, সেটা বেড়ে এখন ২৫ থেকে ৩০ শতাংশ হয়েছে।’
গ্রাম অঞ্চলে ই-কমার্সের পণ্য পৌঁছে দিতে নতুন করে ৩৫টি লজিস্টিক কোম্পানি সেবার দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে জানিয়েছেন ই-ক্যাবের সভাপতি শমী কায়সার।
অনুষ্ঠানে সেশন সভাপতির দায়িত্ব পালন করেন দারাজের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক।
দৈনিক কালের কণ্ঠের বিজনেস এডিটর মাসুদ রুমীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, গ্রামীণফোনের চিফ ডিজিটাল অ্যান্ড স্ট্রাটেজি অফিসার সোলাইমান আলম, এস এস বি লেদারের ব্যবস্থাপনা পরিচালক আরিয়ান আহমেদ, রিভানা অর্গানিকের প্রতিষ্ঠাতা মো. ওয়াহিদুজ্জামান ও প্লানেট টিস্যু পেপার অ্যান্ড ন্যাপকিনের প্রতিষ্ঠাতা রাহাদ হোসেন।