ইনসাইডারে পরীক্ষার পর এবার উইন্ডোজ ১০ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হবে আবহাওয়া আপডেট, খবরসহ পছন্দের ফিচার দেখার সুযোগ। এই লক্ষে অপারেটিং সিস্টেমটির টাস্কবারে যুক্ত হচ্ছে শর্টকার্ট। যেখানে ক্লিক করলে ঐসব আপডেট দেখতে পারবেন ব্যবহারকারীরা। খবর এনগ্যাজেট।
জানা গেছে, আবহাওয়া ও সর্বশেষ খবরের পাশাপাশি খেলাধুলার স্কোর, শেয়ারবাজারের আপডেট দেখা যাবে টাস্কবারের ঐ শর্টকাট ক্লিকেই। যখন ব্যবহারকারী কোনো স্টোরি বিস্তারিত দেখার জন্য ক্লিক করবেন তখন সেটি ব্রাউজারে ওপেন হবে।
ব্যবহারকারী চাইলে পরবর্তী পড়ার জন্য যেকোনো আর্টিকেল সংরক্ষণ এবং চাইলে শেয়ার করতে পারবেন। তবে আশার কথা হলো, আপাতভাবে সেখানে কোনো বিজ্ঞাপন দেখাবে না।
ব্যবহারকারী কীভাবে আইকনটি দেখতে চাচ্ছেন সেটির কয়েকটি অপশন থাকবে। এছাড়া যারা এই ফিচারটি উপভোগ করতে চান না তারা চাইলেই বন্ধ করে রাখতে পারবেন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ব্যবহারকারীদের কাছে উন্মুক্ত হবে ফিচারটি।
ডিবিটেক/বিএমটি