চলমান লকডাউনে ই-কমার্সের পাশাপাশি কম্পিউটার ও সফটওয়্যার সেবাদাতা প্রতিষ্ঠানগুলো সীমিত জনবল দ্বারা কার্যক্রম চালু রাখতে পারবে বলে নির্দেশনা জারি করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।
১৪ এপ্রিল, আইসিটি বিভাগের সিনিয়র সিস্টেম এনালিস্ট মো. নবীর উদ্দিন সইকৃত ওই নির্দেশনায় এসব তথ্য জানানো হয়।
নির্দেশনায় বলা হয়েছে, বাংলাদেশ এসােসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিস (বেসিস) সংশ্লিষ্ট আইটি/আইটিইএস সেবা এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি সংশ্লিষ্ট তথ্যপ্রযুক্তি পণ্যের হার্ডওয়ার সেবা নিরবচ্ছিন্ন রাখতে শুধুমাত্র মেইন্টেনেন্স সাপাের্ট সীমিত জনবল দ্বারা পরিচালিত করতে পারবে। উভয় ক্ষেত্রে রিমাের্ট মেইস্টেনেন্স সাপাের্ট প্রদানে উৎসাহিত করতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, ই-কমার্স বা অন-লাইনে জরুরি এবং অত্যাবশ্যকীয় পণ্য ও সেবা সরবরাহের সাথে সংশ্লিষ্ট অফিসগুলো প্রয়োজনীয় জনবল দ্বারা কার্যক্রম চালাতে পারবে।
নতুন নির্দেশনায়, প্রধানমন্ত্রীর বিভিন্ন অনুষ্ঠানের ভিডিও কনফারেন্সের সঙ্গে সংশ্লিষ্ট বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি), এনটিটিএন অপারেটরস ফাইবার অ্যাট হােম ও সামিট কমিউনিকেশনের কারিগরি টিম প্রয়োজনীয় কারিগরি ও নেটওয়ার্ক সচল রাখতে সহযােগিতা প্রদান করতে পারবে বলেও জানানো হয়।
নির্দেশনায় আরও বলা হয়, কোভিড-১৯ এর ভ্যাকসিন বাবস্থাপনা সফটওয়্যার “সুরক্ষা” এবং মানবিক সহায়তা বাবস্থাপনায় সফটওয়্যার -ক্যামসের সঙ্গে সংশ্লিষ্ট কারিগরি জনবল প্রযোজনীয় কার্যক্রম পরিচালনা করতে পারবে। একই সঙ্গে আইসিটি বিভাগ ও আওতাধীন দপ্তর বা সংস্থায় চলমান প্রকল্পের অপরিহার্য ও জনগুরুত্বপূর্ণ অঙ্গসমূহের বাস্তবায়নের সাথে সংশ্লিষ্ট ব্যক্তি বা ভেন্ডর প্রতিষ্ঠানের প্রতিনিধি সীমিত পরিসরে প্রয়ােজনীয় কার্যক্রম পরিচালনা করতে পারবে।
সর্বশেষ নির্দেশনায় বলা হয়েছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ব্যক্তি বা যানবাহনের পরিচিতিমূলক স্টিকার বা বৈধ পরিচয়পত্র বা লাইসেন্স ইত্যাদি সঙ্গে বহন করতে হবে এবং স্বাস্থ্যবিধি আবশ্যিকভাবে মেনে চলতে হবে।