করোনাভাইরাস মহামারির কারণে গতবছর বিশ্বের অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানের মতো নিজেদের কার্যালয়ও বন্ধ রেখেছিলো মাইক্রোসফট। গতমাস থেকে ২০ শতাংশ কর্মী অফিসে গিয়ে কাজ করতে পারছেন এবং চলতি বছরের জুলাই মাসে পুরোপুরিভাবে অফিস চালুর পরিকল্পনা ছিলো সফটওয়্যার জায়ান্টটির। তবে সেই পরিকল্পনা পিছিয়ে অন্তত সেপ্টেম্বরের আগে পুরোপুরিভাবে অফিস খুলছে না প্রতিষ্ঠানটি।
এনগ্যাজেটে প্রকাশিত খবরে বলা হয়, স্বাস্থ্য ও ডেটা বিশেষজ্ঞদের সঙ্গে ক্রমাগত পরামর্শের ভিত্তিতে আগামী ৭ সেপ্টেম্বরের আগে পুরোপুরি অফিস না খোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ বিষয়ে মাইক্রোসফটের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট কার্ট ডেলবেনে কর্মীদের কাছে একটি মেইলও করেছেন।
মেইলে জানানো হয়, গ্রীষ্মের পরিকল্পনায় বাড়তি নমনীয়তা পাবেন কর্মীরা। পারিপাশ্বিক অবস্থা ঝুঁকিপূর্ণ মনে হলে উক্ত অঞ্চলের কার্যালয় ব্যবস্থাপকরা ৭ সেপ্টেম্বরের আরও পরে অফিস খুলতে পারবেন।
ডিবিটেক/বিএমটি