বাংলাদেশে এই প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনলাইন ভর্তি মেলা। ‘এইচএসবিসি বেসরকারি বিশ্ববিদ্যালয় অনলাইন ভর্তি মেলা’ শীর্ষক এই মেলা শুরু হয়েছে রবিবার, চলবে ১৩ এপ্রিল পর্যন্ত।
রবিবার ভার্চুয়াল মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা ও ঢাকার বাইরের মোট ১৩টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উচ্চপদস্থ কর্মকতাগণ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে কানাডিয়ান বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ডঃ মুহম্মদ মাহফুজুল ইসলাম বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চতুর্থ শিল্প বিপ্লবে বড় ভূমিকা রাখবে।
অফলাইনে তথ্য আদান-প্রদানে কমতি থাকলেও, অনলাইনে তথ্য জানতে কোন ধরনের সমস্যা হয় না বলে মনে করেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. চৌধুরী মোফিজুর রহমান।
এ ধরনের আয়োজন শহর ও গ্রামের শিক্ষার্থীদের মধ্যে প্রার্থক্য কমাবে বলে মনে করেন প্রফেসর সিটি ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর ডঃ মোঃ শাহ-ই-আলম।
অনুষ্ঠানে দেশের শিক্ষাক্ষেত্রে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গুরত্ব তুলে ধরেন আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ডঃ আব্দুর রব।
প্রথম আলোর সহকারী সম্পাদক ফিরোজ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম, এইচএসবিসি বাংলাদেশের কান্ট্রিহেড অব ওয়েলথ অ্যান্ড পারসোনাল ব্যাংকিং এর আহমেদ সাইফুল ইসলাম।
মেলায় শিক্ষার্থীরা ৫২টির বেশি বিষয়ে ভর্তির ব্যাপারে জানতে পারবেন। মেলায় অংশ নিয়ে জানা যাবে বিদেশে ভর্তি বিষয়ক তথ্যও। মেলায় অংশ নেওয়া যাবে www.uniadmission.pro এই ওয়েব অ্যাড্রেসে প্রবেশ করে।
অনলাইন ভর্তি মেলায় অংশ নেওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো হলো নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়, আইইউবিএটি, কানাডিয়ান বিশ্ববিদ্যালয়, সিটি বিশ্ববিদ্যালয়, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ।
এ ছাড়া কুমিল্লা থেকে সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা, চট্টগ্রাম থেকে ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি ও বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি অংশ নেবে এ মেলায়।