ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার বলেছেন, প্রচলিত ডাক সেবাকে ডিজিটাল ডাক সেবায় রূপান্তরের কার্যক্রম শুরু হয়েছে। তাই এর প্রতিটি কার্যক্রম ডিজিটাল করতে ডাকসেবায় নিয়োজিত প্রতিটি স্তরের কর্মকর্তা-কর্মচারিকে নূন্যতম ডিজিটাল দক্ষতা অর্জন করা অপরিহার্য বলে অভিমত ব্যক্ত করেছেন তিনি।
শনিবার ডাকভবনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ পোস্ট অফিস কর্মচারি ইউনিয়ন আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এই মন্তব্য করেন মন্ত্রী।
ডাকঘরের বিদ্যমান সেবায় অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ডাকঘরের কর্মকর্তা -কর্মচারিদের অদক্ষতা ও অনিয়ম বরদাশত করা হবে না। যে কোন অবহেলার আইনানুগ শাস্তি ভোগ করতে হবে।
বাংলাদেশ পোস্ট অফিস কর্মচারি ইউনিয়নের সভাপতি মো: মোসলেম হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে ডাক অধিদপ্তরের মহাপরিচালক মো: সিরাজ উদ্দিন, অতিরিক্ত মহাপরিচালক হারুনুর রশিদ, বাংলাদেশ পোস্ট অফিস কর্মচারি ইউনিয়নের সেক্রেটারি খলিলুর রহমান ভূঞা বক্তৃতা করেন।