গত কয়েক বছরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানো, নির্বাচনকে প্রভাবিত করা, বিদ্বেষমূলক স্ট্যাটাসসহ নানা অভিযোগ রয়েছে। যার ফলশ্রুতিতে ফেসবুক, টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এখন নিষিদ্ধ রয়েছেন।
তবে থেমে যাবার পাত্র নন ট্রাম্প। নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম তৈরি করছেন তিনি। আর সেই সামাজিক যোগাযোগ মাধ্যম দিয়েই পুনরায় ফিরতে চান তিনি। ট্রাম্পের একজন উপদেষ্টা এই তথ্য জানিয়েছেন।
জেসন মিলার নামের ঐ উপদেষ্টা জানান, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে নতুন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিরবেন ট্রাম্প। এই প্লাটফর্মটি সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে জনপ্রিয় হবে এবং এই খাতের চেহারা পাল্টে দেবে।
প্লাটফর্মটি তৈরি করতে ইতিমধ্যেই একাধিক প্রতিষ্ঠানের সাথে ডোনাল্ড ট্রাম্পের বৈঠক হয়েছে। মিলার জানিয়েছেন এই প্লাটফর্ম অনেক বড় হবে এবং কোটি কোটি লোক সেটি ব্যবহার করবে।
ডিবিটেক/বিএমটি