বর্তমানে আপলোড হওয়া কোনো ভিডিওর বিষয়ে কপিরাইট ভঙ্গের অভিযোগ সেটি যাচাই করে ইউটিউব থেকে সেটি প্রদর্শন ও মানিটাইজেশন বন্ধ, মুছে ফেলা কিংবা চ্যানেল বন্ধ করে দেয়ার মতো ঘটনাও ঘটে। বুঝে কিংবা না বুঝে কপিরাইট ভঙ্গের ফলে এসব কনটেন্টের নির্মাতারা ভোগান্তিতে পড়ে যান। তবে সেই ভোগান্তি কিংবা ভুল করার সুযোগ কমিয়ে আনতে চেষ্টা করছে ইউটিউব। চালু হচ্ছে কপিরাইট চেক করার টুলস।
নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে এনগ্যাজেট জানিয়েছে, ইউটিউব এমন একটি সিস্টেমের পরীক্ষা চালাচ্ছে যেটি ভিডিও আপলোডের সময় সেটি কপিরাইট ভঙ্গ করেছে কিনা সেটি চেক করবে। ফলে কপিরাইট ভঙ্গের সম্ভাবনা থাকলে ভিডিও পাবলিশ হওয়ার আগেই সেটি সংশোধনের সুযোগ পাবেন ব্যবহারকারী।
বর্তমানে শুধুমাত্র ডেস্কটপে নতুন এই টুলটি ব্যবহার করা যাচ্ছে। ইউটিউবের কপিরাইট বিষয়গুলো দেখভাল করা সেবা কনটেন্ট আইডি সিস্টেম এর মাধ্যমে কপিরাইটের মালিক কপিরাইট ভঙ্গ করা ভিডিওটির প্রদর্শন ব্লক করে দিতে পারবেন। এছাড়া মানিটাইজ নিজের করে নেয়া কিংবা ভিউয়ারশীপ ট্র্যাক করতে পারবেন।
নতুন টুলটি কোনো সমস্যা না পেলেও ভিডিও লাইভ হওয়ার পর কপিরাইটের মালিক ম্যানুয়ারি ঐ ভিডিওর বিষয়ে অভিযোগ করতে পারবেন। এর মাধ্যমে ভিডিও পাইরেসি কমবে বলে মনে করছে ইউটিউব।
ডিবিটেক/বিএমটি