চীনের পর ওমানে ব্লক করা হয়েছে ক্লাবহাউজ। যথাযথ অনুমতি না থাকায় অডিও-চ্যাট অ্যাপটি দেশটিতে নিষিদ্ধ করা হয়েছে বলে দাপ্তরিকভাবে জানানো হয়েছে। যদিও অনেকেই মনে করছেন সেন্সরশীপের কারণে এটি ব্লক করা হয়েছে।
দেশটির ক্লাবহাউজ ব্যবহারকারীরা ত্রুটি বার্তা (এরর মেসেজ) অন্য প্লাটফর্মে শেয়ার করছেন। রয়টার্স জানিয়েছে, আরব দেশটিতে ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ক্লাবহাউজ। কঠোর গোপনীয়তা থাকায় দেশটির বাসিন্দারা অ্যাপটিতে ঝুঁকে পড়েছেন, কারণ সেখানে গণমাধ্যম ও জনগন অনলাইনে স্বাধীনভাবে মতামত ব্যক্ত করতে পারে না। এমনকি জেল-জরিমানাও হয়ে থাকে হরহামেশাই।
ক্লাবহাউজ ব্যক্তিগত গোপনীয়তা ও কঠোর এনক্রিপশন সুবিধা মেনে চলার কারণে অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে এটি সরকারের পক্ষে নজরদারি করা কঠিন। কোনো আলোচনা শেষ হলে সেটি পরবর্তীতে শোনার কোনো সহজ উপায় নেই। যদিও তাৎক্ষণিকভাবে ব্যবহারকারীরা অন্য প্লাটফর্মে অডিও শেয়ার করতে পারেন।
বর্তমানে শুধুমাত্র ইনভাইটেশনের মাধ্যমে ও আইওএস ডিভাইসে ক্লাবহাউজ ব্যবহার করা যাচ্ছে।
ডিবিটেক/বিএমটি