গুগল ও মাইক্রোসফট। প্রযুক্তিপাড়ায় এই দুই টেকজায়ান্টকে নিয়ে শুরু হয়েছে কানাঘুষা। আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে এই দুই প্রতিষ্ঠানের দ্বন্দ্ব। সম্প্রতি গুগলের রেভিনিউ মডেল নিয়ে আঙ্গুল তোলে মাইক্রোসফট। ছেড়ে কথা বলেনি গুগলও। মাইক্রোসফটের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে গুগল।
জানা গেছে, রাশিয়ান হ্যাকাররা মাইক্রোসফটের ক্লাউড পরিষেবায় হামলা চালায়, হাতিয়ে নেয় টেক্সাসভিত্তিক সফটওয়্যার প্রতিষ্ঠান সোলার উইন্ডের কিছু গ্রাহকের তথ্য। এরই কয়দিন পর ফের মাইক্রোসফটের সার্ভারে হামলার তথ্য প্রকাশ পায়। এসময় চীনা হ্যাকারদের নাম উঠে আসে।
মাইক্রোসফট জানায়, চীনের সঙ্গে সংযুক্ত হ্যাকারদের একটি দল তাদের জনপ্রিয় ইমেইল সেবা হ্যাক করেছে। তাদের সফটওয়্যারের চারটি দুর্বলতা হ্যাকারদের মাইক্রোসফট এক্সচেঞ্জের সার্ভারে প্রবেশের অনুমতি দেয়। এর ফলে তারা ইমেইল অ্যাকাউন্টে প্রবেশাধিকার পায়। দীর্ঘমেয়াদী প্রবেশাধিকারের জন্য তারা অতিরিক্ত ম্যালওয়্যার স্থাপন করেছে।
অপরদিকে গুগলের রেভিনিউ মডেলের জন্য হারিয়ে যাচ্ছে বিভিন্ন দেশের সংবাদমাধ্যমগুলো। প্রতিনিয়ত চাকরি হারাচ্ছে শত শত মানুষ। এমন রেভিনিউ ব্যবস্থার জন্য কাঠগড়ায় গুগল।।
উভয় প্রতিষ্ঠানের এমন সঙ্কটের মুখে মাইক্রোসফটের সঙ্গে দ্বন্দ্বের প্রকাশ ঘটে শুক্রবারের অ্যান্টি ট্রাস্ট শুনানিতে। সেখানে মাইক্রোসফট প্রেসিডেন্ট ব্রাড স্মিথ জানান, গণমাধ্যমকে নিজেদের টুল, অ্যাড এক্সচেঞ্জ ব্যবহার করতে বাধ্য করে গুগল। একই সঙ্গে বিভিন্ন তথ্য দিতে বলে গুগল। গুগলের এমন রেভিনিউ মডেলের জন্য প্রতিনিয়ত হারিয়ে যাচ্ছে সংবাদমাধ্যমগুলো।
প্রতিউত্তরে গুগল জানিয়েছে, মাইক্রোসফটের নিরাপত্তা দুর্বলতার কারণে হ্যাকাররা সক্রিয়ভাবে যুক্তরাষ্ট্রের সরকারি প্রতিষ্ঠান, ন্যাটো জোট, ব্যাংক, অলাভজনক প্রতিষ্ঠান, টেলিযোগাযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান, পুলিশ, হাসপাতাল, গণমাধ্যমসহ অন্যান্য প্রতিষ্ঠানের গ্রাহকদের তথ্য হাতিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে।