আগামী ১৪ মার্চ থেকে ময়মনসিংহের মধ্য দিয়ে শুরু হয়েছে বিভাগীয় পর্যায়ের স্টার্টআপ ইনকিউবেশন প্রোগ্রাম। স্থানীয় জেলা পরিষদের ভাষা শহীদ আবদুল জব্বার অডিটরিয়ামে অনুষ্ঠানটি চলবে ১৭ মার্চ পর্যন্ত।
অনুষ্ঠান উদ্বোধন করবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
কর্তৃপক্ষ জানিয়েছে, এই আয়োজনের ফলে ময়মনসিংহ বিভাগের তরুণ স্টার্টআপরা অংশগ্রহণ করার সুযোগ পাবে। সকল আবেদনের মধ্য থেকে নির্বাচন করা হবে মোট ৩০টি স্টার্টআপের ৬০ জন তরুণ এই আয়োজনে অংশ নেবার সুযোগ পাবে। আগ্রহী উদ্যোক্তাগণ উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আগামী ১২ মার্চ ২০২১ তারিখ রাত ১২ টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন। নিবন্ধনের জন্য ভিজিট করতে হবে startupmymensingh.net এই ওয়েবসাইটে।