কাউন্টারপয়েন্ট রিসার্চের সর্বশেষ প্রতিবেদনে গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত বিশ্বব্যাপী স্মার্টওয়াচের সরবরাহের তথ্য প্রকাশ পেয়েছে। আর সেখানে বাজারের শীর্ষস্থান দখল করে রেখেছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল।
আগের বছরের তুলনায় গত বছরের শেষ প্রান্তিকের বিশ্বব্যাপী স্মার্টফোনের সরবরাহ বেড়েছে এক দশমিক পাঁচ শতাংশ। আর এই বাজারে অ্যাপল ৪০ শতাংশ শেয়ার নিয়ে আধিপত্য বিস্তার করেছে। ১০ শতাংশ শেয়ার নিয়ে দ্বিতীয় অবস্থানে ছিলো স্যামসাং।
প্রতিবেদন থেকে আরও জানা গেছে, শীর্ষ পাঁচ স্মার্টওয়াচ ব্র্যান্ডের তালিকায় রয়েছে হুয়াওয়ে (আট শতাংশ), ফিটবিট (সাত শতাংশ) ও বিবিকে গ্রুপ (ছয় শতাংশ)।
গত প্রান্তিকে অ্যাপলের ওয়াচ সিরিজ ৬ ও ওয়াচ এসই যৌথভাবে বিক্রি হয়েছে এক কোটি ২৯ লাখ ইউনিট। স্যামসাং তাদের গ্যালাক্সি ওয়াচ৩ এবং হুয়াওয়ে অনার স্মার্টওয়াচ নিয়ে ভালো অবস্থানে ছিলো।
গত মাসে অ্যাপল তাদের ওয়াচ বিক্রির শত মিলিয়ন মাইলফলক অর্জন করে। শীর্ষ স্মার্টওয়াচ ব্র্যান্ডগুলো বিক্রিতে ভালোই এগিয়ে যাচ্ছে। এই ধারা ২০২১ সালেও অব্যহত থাকবে বলে জানিয়েছে কাউন্টারপয়েন্ট।
ডিবিটেক/বিএমটি