হোয়াটসঅ্যাপের মাধ্যমে অডিও-ভিডিও কল করার বিষয়টি অনেক পুরানো। তবে এখন থেকে কম্পিউটারে থাকা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অডিও এবং ভিডিও কল করার সুবিধা নিয়ে এসেছে ফেসবুক মালিকাধীন এই প্লাটফর্মটি।
বৃহস্পতিবার (৫ মার্চ) প্রতিষ্ঠানটি তাদের অফিসিয়াল ব্লগপোস্টে এ তথ্য জানিয়েছে।
হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে এখন থেকে ডেক্সটপ বা ল্যাপটপে থাকা হোয়াটসঅ্যাপ অ্যাপের মাধ্যমে শুধু চ্যাটিং করা নয়, করা যাবে ভিডিও এবং অডিও কল। হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে হোয়াটসঅ্যাপের যেসব সুবিধা পাওয়া যেতো প্রায় সব সুবিধা পাওয়া যাবে ডেক্সটপের অ্যাপের মাধ্যমে।
তবে এখুনিই মিলছে না গ্রুপ কলের সুবিধা। বর্তমানে শুধুমাত্র ওয়ান-টু-ওয়ান বা একজনের সঙ্গে একজনের কথা বলার সুযোগ মিলবে।
হোয়াটসঅ্যাপের এই সুবিধা পেতে ব্যবহারকারীকে ডেক্সটপ বা ল্যাপটপে হোয়াটসঅ্যাপ অ্যাপটি ইন্সটল করে নিতে হবে।
এই ফিচারটি মিলবে উইন্ডোজ ১০ ৬৪-বিট ভার্সন ১৯০৩ বা এর পরবর্তী সংষ্করণে এবং ম্যাক অপারেটিং সিস্টেম ১০.১৩ বা এর পরবর্তী সংষ্করণে।
ডিজিটেক/আরএইচ/এস