ছোট আকারে গেম খেলার ভিডিও রেকর্ড ও তা বন্ধুদের সঙ্গে শেয়ারের সুযোগ দিতে নভেম্বরে ‘গেমঅন’ অ্যাপ আনার খবর জানিয়েছিল অ্যামাজন। শুরুতে শুধু অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের জন্য আনলেও, এবার গেমটি আইওএস প্ল্যাটফর্মের জন্যও এনেছে প্রতিষ্ঠানটি।
তবে শুরুতে কেবল যুক্তরাষ্ট্রের আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীরা গেমঅন অ্যাপটি ডাউনলোড করতে পারছেন।
বর্তমানে পাবজি মোবাইল, ক্রসি রোড ২ এর মতো এক হাজারেরও বেশি মোবাইল গেমের সঙ্গে কাজ করে ‘গেমঅন’। ৩০ সেকেন্ড থেকে পাঁচ মিনিট দৈর্ঘ্যের ক্লিপ ধারণ করতে দেয় অ্যাপটি।
চাইলে অ্যাপের সাহায্যে ধারণ করা ভিডিও সম্পাদনাও করে নিতে পারেন ব্যবহারকারীরা। ভিডিও’র সঙ্গে লাইভ ধারভাষ্য জুড়ে নেওয়ার পাশাপাশি গেম খেলার সময় নিজের প্রতিক্রিয়াও রেকর্ড করা যায়। অন্যরা অ্যাপের মাধ্যমে কোন কোন ভিডিও ধারণ করছেন তা-ও দেখা সম্ভব হবে। ধারণ করা ক্লিপ অ্যাপের মাধ্যমেই ফেসবুক, টুইটারে শেয়ার করতে পারবেন ব্যবহারকারীরা।