শনিবার শেষ হলো দুইদিনব্যাপী ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবের (ডিআইএমএফএফ) সপ্তম আসর। উৎসবে স্ক্রিনিং বিভাগের বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন ফ্রান্সের পরিচালক বেরাত গোক্কুস-এর ‘দ্যা লস্ট পেন’।
অন্যদিকে কম্পিটিশন বিভাগের সিনেমাস্কোপ বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছে রিপাবলিক অব কোরিয়ার ‘অন অফ’ নির্মাতা কাং শিংইউ।
আর ওয়ান মিনিট ফিল্ম ক্যাটাগরিতে ইউল্যাব ইয়াং ফিল্মমেকার অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশের নির্মাতা জারিফ তাশদিদের ‘এগোনি’।
বিকাল ৪টায় বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে পুরস্কার ঘোষণা করা হয়।
এবারের আসরে বেস্ট ক্যাম্পাস এম্বাসেডর নির্বাচিত হন ঢাকা কলেজের নিয়াজ ইবনে গুলজার, মুনশিরহাট ইদ্রিশিয়া হাবিবিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার মোহাম্মদ তোফায়েল এবং নটরডেম কলেজের খোন্দকার ইফতেখার আহমেদ।
এসময় ‘প্রযুক্তি এখন কাগজ কলমের মতো’ মন্তব্য করে এর পুরো সুযোগ কাজে লাগাতে নির্মাতাদের প্রতি আহ্বান জানান উৎসবের প্রধান অতিথি চলচ্চিত্র নির্মাতা কাওসার চৌধুরী।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শো মোশন লিমিটেড-এর চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল, ইউল্যাবের মিডিয়া স্টাডিজ এন্ড জার্নালিজম বিভাগের প্রধান জুড উইলিয়াম হেনিলো এবং দুই বিচারক রতন পাল ও তানহা জাফরিন উপস্থিত ছিলেন।