এবারের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস থেকে অর্ধেক খরচে বাংলায় খুদে বার্তা বা এসএমএস সেবা চালু করতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বর্তমানে প্রতি এসএমএস পাঠাতে ৫০ পয়সা (ভ্যাট ও ট্যারিফ ছাড়া) খরচ হলেও ওই দিন থেকে এই খরচ হবে ২৫ পয়সা (ভ্যাট ও ট্যারিফ ছাড়া)। ওইদিন থেকে সবগুলো অপরেটরগুলোই এই সুবিধা চালু করবে।
আগামী ২০ ফেব্রুয়ারি এই কার্যক্রমের উদ্বোধন করবেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
ওই দিন বিকেল চারটায় বিটিআরসি কার্যালয়ে অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠান। অনুষ্ঠানে টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. আফজাল হোসেন এবং বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার ছাড়াও কমিশনের সব কমিশনার, মহাপরিচালক ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
এরা আগে ২০১৯ সালের ১৩ জুন বিটিআরসির (বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন) সিস্টেম অ্যান্ড সার্ভিস বিভাগের উপ-পরিচালক সামিরা তাবাসসুম স্বাক্ষরিত এক নির্দেশনায় ইংরেজির বদলে বাংলায় এসএমএস পাঠানোর খরচ অর্ধেকে নামাতে মোবাইল ফোন অপারেটরগুলোর কর্তৃপক্ষকে নির্দেশনা দেয়া হয়।