‘মেইক ইন ইন্ডিয়া’ উদ্যোগের আওতায় স্থানীয়ভাবে ফায়ার টিভি স্টিক বানাবে ই-কমার্স জায়ান্ট অ্যামাজন। এক অফিশিয়াল ব্লক পোস্টে এই তথ্য জানানো হয়েছে। চেন্নাইতে ফক্সকনের অঙ্গপ্রতিষ্ঠান ক্লাউড নেটওয়ার্ক টেকনোলজি এই ডিভাইসগুলো তৈরি করবে।
চলতি বছরের শেষ নাগাদ এই ডিভাইস তৈরি শুরু হবে। প্রথমবারের মতো অ্যামাজন তাদের নিজস্ব কোনো হার্ডওয়্যার ভারতে তৈরি করতে যাচ্ছে, ফলে এটি কোম্পানির জন্য একটি মাইলফলক।
অ্যামাজন ভারতের ‘মেইক ইন ইন্ডিয়া’ প্রোগ্রামের সাথে একাত্বতা ঘোষণা করে ২০২৫ সাল নাগাদ এক কোটি ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ের ডিজিটালাইজেশনের জন্য এক বিলিয়ন ডলার বিনিয়োগ এবং একইসাথে ১০ লাখ কর্মসংস্থান তৈরির কাজ করছে।
অ্যামাজন জানিয়েছে, দেশটিতে ক্রমাগত টিভি স্ট্রিমিং সেবা ও ডিভাইসের চাহিদা বাড়ছে। ভারতীয় গ্রাহকদের এই চাহিদা মেটাতে প্রতিবছর কয়েক লাখ ফায়ার টিভি স্টিক তৈরি করা হবে।
ডিবিটেক/বিএমটি