স্পেসএক্সের স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা বিশ্বের সাধারণ মানুষের দৌরগোড়ায় পৌঁছাতে আরও একধাপ এগিয়ে গেলো। আগ্রহীদেরকে বেটা পরীক্ষার জন্য প্রি-অর্ডার চালু করেছে ইলন মাস্কের কোম্পানিটি।
এর আগে স্যাটেলাইট ইন্টারনেট সেবাটিতে সাইনআপ করার জন্য নিবন্ধন করার সুযোগ ছিলো। এখন প্রয়োজনীয় তথ্য প্রদান করে ৯৯ ডলার ডিপোজিট করার সুযোগ দিচ্ছে স্টারলিংক। ডিপোজিট সম্পন্ন হলে নিবন্ধনকারীর এলাকায় ২০২১ কিংবা ২০২২ সালের কোন সময় সেবাটি পাওয়া যাতে তার একটি সম্ভাব্য তারিখ প্রদান করা হচ্ছে। ক্রেডিট কার্ডের মাধ্যমে পরিশোধের সুযোগও দেয়া হবে।
এছাড়া বাড়তি চার্জ হিসেবে ৪৯৯ ডলার নেয়া হবে স্টারলিংক কিটের জন্য। ওয়াই-ফাই রাউটার, ডিশ, শিপিং ও ট্যাক্সের জন্য এই চার্জ নেয়া হচ্ছে। তবে ডিপোজিট করলেই সেবাটি পাওয়া যাবে সেই নিশ্চয়তা নেই। তবে আগ্রহী গ্রাহক কম হওয়ার কারণে কোনো এলাকায় সেবা দেয়া সম্ভব না হলে নিবন্ধনকারীদের অর্থ পুরোপুরি ফেরত দেবে স্টারলিংক।
গত বছরের শেষের দিকে যুক্তরাষ্ট্র, কানাডা ও যুক্তরাজ্যের সাধারণের জন্য বেটা টেস্ট শুরু হয়। গত তিনমাসে ১০ হাজারের অধিক গ্রাহক পেয়েছে সেবাটি। কক্ষপথে বর্তমানে এক হাজারের অধিক স্যাটেলাইট রয়েছে বলে জানা গেছে। সেবাটির মাধ্যমে বিশ্বের প্রান্তিক জনগোষ্ঠীকে ইন্টারনেট সেবার আওতায় আনতে চায় স্টারলিংক।
ডিবিটেক/বিএমটি