রক্ষণাবেক্ষণ কাজ শেষ না হওয়ায় বাংলাদেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মোবাইল অ্যাপে পুরো দমে লেনদেনের সুযোগ নিতে আরও ১০ দিন অপেক্ষা করতে হবে বিনিয়োগকারীদের।
সোমবার (১ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে।
আজ থেকেই অ্যাপে পুরো সময় অর্থাত্ ৯টা ৪৫ মিনিট থেকে বেলা ২টা ৪০ মিনিট পর্যন্ত লেনদেন শুরুর কথা থাকলেও কাজ শেষ না হওয়ায় সময় বাড়ালো ডিএসই। ১১ ফেব্রুয়ারি পরে পুরো দমে মোবাইল অ্যাপে লেনদেনে শুরু করা যাবে ।
এখন সকাল ১০টা ১৫ মিনিট থেকে বেলা ২ টা পর্যন্ত লেনদেন করতে পারছেন বিনিয়োগকারীরা।
বাংলাদেশের পুঁজিবাজারে সকাল ১০ থেকে লেনদেন শুরু হয়ে শেষ হয় বেলা ২টা ৩০ মিনিটে। এর সাথে লেনদেন শুরুর আগে ১৫ মিনিট এবং শেষ হওয়ার পরে ১০ মিনিট বাড়তি লেনদেন করা যায় ঢাকার পুঁজিবাজারে।