“শুধু প্রযুক্তির উৎকর্ষতায় নয়, প্রাকৃতিক সৌন্দর্যের আধাররূপে গড়ে তোলা হবে বিজ্ঞান জাদুঘরকে। প্রকৃতি, বিজ্ঞান ও জীববৈচিত্রের সম্মিলনে শিক্ষার্থী এবং নাগরিকরা যেন স্রষ্টার সৃষ্টি বৈচিত্র্যকে অবলোকন করে আরো প্রকৃতিপ্রেমিক এবং বিজ্ঞানমুখী হতে পারে, সে লক্ষ্যে তিলে তিলে পরম যত্নে সাজানো হচ্ছে বিজ্ঞান জাদুঘরকে”।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর প্রাঙ্গনের ফোয়ারায় মাছ অবমুক্তকরণ উপলক্ষে রোববার এ মন্তব্য করেন বিজ্ঞান জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী।
উল্লেখ্য ১৭০০ বর্গফুট আকৃতির এ ফোয়ারাটি নান্দনিকভাবে তৈরি করা হয়েছে, যা’ দর্শক ও শিক্ষার্থীদের প্রচণ্ডভাবে আকর্ষণ করছে। এ ফোয়ারাকে আরও দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় করার লক্ষ্যে গতকাল বিভিন্ন বর্ণের কৈ কার্পের পোনা ছাড়া হয়েছে। পোনাগুলো শীঘ্রই বড় হয়ে ফোয়ারায় বিচরণ করবে, যা’ জাদুঘরের নান্দনিকতাকে বাড়িয়ে দেবে।