প্রযুক্তি দুনিয়ার সবচেয়ে বড় প্রযুক্তি পণ্য প্রদর্শনী কনজ্যুমার ইলেকট্রনিক্স শোতে (সিইএস) উদ্ভাবনী পুরস্কার পেলো আট স্মার্টফোন। মোবাইল ডিভাইস ক্যাটাগরিতে সিইএস ২০২১ উদ্ভাবনী পুরস্কার জিতে নেয় ফোন কোম্পানিগুলো। ১১ জানুয়ারি থেকে ৪ দিন ব্যাপী শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে বড় ইলেকট্রনিক্স পণ্যের প্রদর্শনী সিইএস এর আয়োজন কনজ্যুমার টেকনোলজি অ্যাসোসিয়েশন সিইএস ২০২১ উদ্ভাবনী পুরস্কার জয়ীদের নাম ঘোষণা করা হয়। ডিভাইস প্লাটফর্ম এবং প্রযুক্তিসহ মোট ২৮টি ক্যাটাগরিতে এবার পুরস্কার দেওয়া হয়েছে।
মোবাইল ডিভাইস ক্যাটাগরিতে সিইএস ২০২১ উদ্ভাবনী পুরস্কার পেলো আট স্মার্টফোন কোম্পানি। ডিভাইসগুলো হলো- আসুস রগ ফোন ৩ ও রগ কুনাই ৩ গেমপ্যাড, এলজি উইং, এলজি ভেলভেট ফাইভজি, টিসিএল ১০ ফাইভজি ইউডব্লিউ, স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ফাইভজি, গ্যালাক্সি নোট ২০ ফাইভজি/ নোট ২০ আল্ট্রা ফাইভজি, স্যামসাং গ্যালাক্সি এ৫১ ফাইভজি এবং ওয়ানপ্লাস ৮ প্রো।
ফিচার, প্রযুক্তি কিংবা গঠনের উপর ভিত্তি করে এসব ফোনগুলো নির্বাচন করেছেন ৮৯ জনের বিচারক প্যানেল। আসুস রগ ফোন ৩ মোবাইলটি এর থার্মাল সল্যুউশন, প্রিমিয়াম সাউন্ড এবং ভবিষ্যৎ এর গেমভিত্তিক ডিজাইনের তৈরি করার জন্য বিচারকদের রায়ে নির্বাচিত হয়েছে।